এনআরসির চূড়ান্ত খসড়ায় বাংলা ভাষীদের টার্গেট করা হয়েছেঃ মমতা

এনআরসির চূড়ান্ত খসড়ায় বাংলা ভাষীদের টার্গেট করা হয়েছেঃ মমতা

গুয়াহাটিঃ এনআরসিকে ‘অমানবিক কাজ’ বলে অভহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। গভীর উৎকন্ঠা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সোমবার জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া গুয়াহাটিতে প্ৰকাশ করা হয়। ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ৪০,০৭,৭০৭ লক্ষের নাম বাদ পড়েছে।

এনআরসি প্ৰকাশের সঙ্গে সঙ্গে রাজ্য ও দেশের রাজনৈতিক মহল থেকে বিভিন্ন মন্তব্য আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্ৰেস সুপ্ৰিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি এনআরসি-র সমালোচনা করে এটাকে ‘অমানবিক কাজ’ বলে অভিহিত করেন। এনআরসি-র বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বিবেচনা করতে মমতা কেন্দ্ৰীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com