এপিডিসিএলকে উদ্বৃত্ত সৌর বিদ্যুৎ সরবরাহ করবে গুয়াহাটি কমার্স কলেজ

এপিডিসিএলকে উদ্বৃত্ত সৌর বিদ্যুৎ সরবরাহ করবে গুয়াহাটি কমার্স কলেজ

গুয়াহাটিঃ গুয়াহাটি কমার্স কলেজ চার দেওয়ালের শ্ৰেণিকোঠার মধ্যে শুধু শিক্ষাদানে আবদ্ধ না থেকে কলেজ চত্ত্বরে সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্ৰে এক নয়া নজির গড়েছে। কলেজ চত্বরে চালু হওয়া সৌর বিদ্যুৎ প্ৰকল্পে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহে কলেজটি অসম পাওয়ার ডিস্ট্ৰিবিউশন কোম্পানি লিমিটেডের(এপিডিসিএল)সঙ্গে টাইআপ করেছে।

গুয়াহাটি কমার্স কলেজের একজন বরিষ্ঠ শিক্ষক মানিক কালওয়ার কলেজ চত্বরে সৌর বিদ্যুৎ প্ৰকল্প সফলভাবে রূপায়ণে সমর্থ হয়েছেন। এই প্ৰকল্পের উৎপাদন ক্ষমতা হলো ২০০ কিলোওয়াট। কলেজের এই সৌর বিস্যুৎ প্ৰকল্প থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ দিনের বেলায় এপিসিডিএলকে সরবরাহ করা হবে। অন্যদিকে,কলেজ রাতের বেলায় এপিডিসিএল থেকে বিদ্যুৎ লাভ করবে।

গুয়াহাটি কমার্স কলেজ স্থাপিত হয়েছিল ১৯৬২ সালে। এটি উত্তর পূর্বাঞ্চলের একটি প্ৰথম সারির বাণিজ্য শিক্ষার প্ৰতিষ্ঠান। এই কলেজে ছাত্ৰ সংখ্যা প্ৰায় তিন হাজার। শহরে এধরনের সৌর বিদ্যুৎ প্ৰকল্প খুব কম সংখ্যক কলেজই রূপায়ণ করেছে। সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার(এসইসিআই)সমর্থন ও সহযোগিতায় এত বড় মাপের সৌর বিদ্যুৎ প্ৰকল্প গড়ে তোলা সম্ভব হয়েছে কমার্স কলেজ চত্বরে। আসাম ইঞ্জিনিয়ারিং কলেজেও এধরনের একটি সৌর বিদ্যুৎ প্ৰকল্প রয়েছে। সূর্যম ইণ্টারন্যাশনাল প্ৰাইভেট লিমিটেড এধরনের প্ৰকল্পগুলি স্থাপন করেছে। এছাড়াও বিএসএনএল ভবন,জিএসটি ভবন,শিলচর এনআইটি সহ যোরহাট ও আগরতলার বেশকিছু প্ৰকল্প স্থাপন করেছে সূর্যম ইণ্টারন্যাশনাল প্ৰাইভেট লিমিটেড।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com