এশিয়ান গেমসে পুরুষের ট্ৰিপল জাম্পে সোনা জয় অর্পিন্দারের

এশিয়ান গেমসে পুরুষের ট্ৰিপল জাম্পে সোনা জয় অর্পিন্দারের

জাকার্তাঃ এশিয়ান গেমসে পুরুষের ট্ৰিপল জাম্প ইভেন্টে ভারতের দীর্ঘ ৪৮ বছরের সোনা জয়ের প্ৰতীক্ষার বুধবার অবসান ঘটালেন অর্পিন্দার সিং। অর্পিন্দার ট্ৰিপল জাম্পের ফাইনালে ১৬.৭৭মিটার লাফিয়ে সোনা জেতেন। এই ইভেন্টে দ্বিতীয় স্থান থেকে রুপোর পদক পান উজবেকিস্তানের প্ৰতিদ্বন্দ্বী রাসলান কারবানভ। তাঁর ব্যক্তিগত সেরা জাম্প ১৬.৬২ মিটার। ব্ৰোঞ্জ পান চিনের কাও সুয়ো ১৬.৫৬ মিটার লাফিয়ে। ২৫ বছর বয়সী অর্পিন্দারের আগে ১৯৭০ সালে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন মহিন্দার সিং গিল। গিলের রেকর্ড ছিল ১৬.১১ মিটার। এই ইভেন্টে আরও একজন ভারতীয় এভি রাকেশ বাবু ১৬.৪০ মিটার লাফিয়ে ষষ্ঠ স্থানে থাকেন। এদিন অর্পিন্দারের প্ৰথম প্ৰয়াস ভেস্তে যায়। তবে দ্বিতীয়বারের প্ৰচেষ্টায় অর্পিন্দার ১৬.৫৮ মিটার জাম্প করেন। তৃতীয় প্ৰচেষ্টায় সেরাটা উজাড় করে দিয়ে অর্পিন্দার ১৬.৭৭ মিটার লাফান। রাসলান পরের সুযোগগুলিতে অর্পিন্দারকে টপকাতে পারেননি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com