এশিয়ান গেমসে ২৬-০ গোলে হংকংকে হারিয়ে ইতিহাস পড়ল ভারতীয় পুরুষ হকি দল

জাকার্তাঃ জাকার্তায় অষ্টাদশ এশিয়ান গেমসে বুধবার ভারতীয় পুরুষ হকি দল পুল ‘এ’-র লড়াইয়ে হংকংকে ২৬-০ গোলে হারিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে। ৮৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে হকির ইতিহাসে এত বিশাল সংখ্যক গোলে সেরা জয় এটা ভারতের। ১৯৩২ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ভারত ২৪-১ গোলের বিশাল ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্ৰের বিরুদ্ধে জয় হাসিল করেছিল। গতকাল ভারতের শুরুটাই ছিল বিস্ফোরক। ম্যাচ শুরুর প্ৰথম সাত মিনিটে ভারত ৬-০ গোল করে ঝড়ের গতিতে এগিয়ে যায়। আকাশদীপ সিং দ্বিতীয় মিনিটে প্ৰথম গোল করেন। এরপর তৃতীয় মিনিটে মনপ্ৰীত সিং,চতুর্থ ও পঞ্চম মিনিটে রূপিন্দার পল সিং দুটো ও সাত মিনিটে এসভি সুনীল সাত মিনিটে দুটো গোল করেন। আর পিছনে তাকাতে হয়নি ভারতকে। এরপর গোলের ফোয়ারা ছোটায় ভারতীয় হকি দল।

১৩ মিনিটে ভারতের হয়ে গোল করেন বিবেক সাগর প্ৰসাদ। এদিন প্ৰতিপক্ষের রক্ষণভাগে সম্পূর্ণ ধস নামায় ভারতীয় হকির তরুণ তুর্কিরা। ললিত উপাধ্যায় ১৭,১৮,৩৫,৫৫ মিনিটে ৪টি গোল করেন। ২০,২২ মিনিটে গোল করেন মনদীপ। ২৭ মিনিটে গোল আসে অমিত রোহিদোসের স্টিকে। মনপ্ৰীতি আরও একটি গোল করেন ২৮ মিনিটে। ২৮ মিনিটে হংকঙের জালে বল ঠেলে দেন বরুণ কুমার। ৩২,৩৯ মিনিটে আরও গোল পান আকাশদীপ। ৪৫ মিনিটে সুনীল,৪৭ মিনিটে দিলপ্ৰীত সিং,৫১ মিনিটে চেংলেনসানা সিং,৫২,৫৩,৫৫ মিনিটেহরমনপ্ৰীত সিং,৫৩ মিনিটে সিমরণজিৎ সিং ও ৫৯ মিনিটে রূপিন্দার সিং গোল করে হকির এক নতুন ইতিহাস রচনা করেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com