করিমগঞ্জ রবীন্দ্ৰ সদন কলেজের সাসপেন্ড অধ্যক্ষ অশোক দাসের দুর্নীতি নিয়ে বিধানসভায় প্ৰশ্ন তুললেন বিধায়ক

করিমগঞ্জ রবীন্দ্ৰ সদন কলেজের সাসপেন্ড অধ্যক্ষ অশোক দাসের দুর্নীতি নিয়ে বিধানসভায় প্ৰশ্ন তুললেন বিধায়ক

করিমগঞ্জ রবীন্দ্ৰ সদন মহিলা কলেজের সাসপেন্ড হওয়া অধ্যক্ষ অশোক কুমার দাসের বদলি,আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে বিধানসভায় প্ৰশ্ন তুলেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কোন আইনে অশোক দাসকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হলো এবং তাঁর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভি্যোগ সম্পর্কে সরকার অবগত কিনা দেপুরকায়স্থ সেই প্ৰশ্ন তোলেন। দাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উচ্চ শিক্ষা পর্ষাদে থাকা সত্ত্বেও পর্ষদ কোনও রা করেনি।

হাইলাকান্দি এসএস কলেজ থেকে করিমগঞ্জ রবীন্দ্ৰ সদনে বদলি হয়ে আসার পর তাঁর কার্যকালে কলেজের উন্নয়নের নামে সবথেকে বেশি আর্থিক কেলেংকারির অভিযোগ উঠেছে। কলেজের ছাত্ৰীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রয়েছে দাসের বিরুদ্ধে। পরে জেলাশাসকের নির্দেশে অতিরিক্ত জেলাশাসক ও অডিট অফিসার যৌথভাবে দাসের বিরুদ্ধে ওঠা কেলেংকারির সম্পর্কে ১৪০ পাতার একটি রিপোর্ট প্ৰস্তুত করে উচ শিক্ষা পর্ষদে পাঠান। এই সব অভিযোগের জন্য তাকে কদিন জেলও খাটতে হয়েছে বলে উল্লেখ করেন দেপুরকায়স্থ। কমলাক্ষ বাবু আরও বলেন বিশেষ সূত্ৰে জানা গেছে,উচ্চ শিক্ষা পর্ষদ অশোক দাসের বদলির কাগজপত্ৰ তলব করেছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com