কর্নাটকে যাত্ৰীবাস খালে,নিহত ২৫

কর্নাটকে যাত্ৰীবাস খালে,নিহত ২৫

গুয়াহাটিঃ দক্ষিণ কর্নাটকে যাত্ৰী বোঝাই একটি বাস শনিবার সড়ক থেকে ছিটকে খালে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৫ জন মারা গেছেন। মৃতদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আঁচ করা হচ্ছে। বেসরকারি ওই বাসে সওয়ার হয়েছিলেন ৩০ থেকে ৩৫ জন যাত্ৰী। নিহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। বেঙ্গালুরু থেকে ১৫০ কিলোমিটার দূরে মান্দায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্ৰের মতে,চালক নিয়ন্ত্ৰণ হারিয়ে ফেলায় বাসটি খালে পড়ে যায়। খালে পড়েই ডুবে যায় বাসটি । ফলে অনেক যাত্ৰী বাসের দরজা দিয়ে বেরিয়ে আসতে পারেননি। এলাকার স্থানীয় লোকেদের মতে,দুপুর ১২.২৫ মিনিট নাগাদ বাসটিকে জলে ডুবে যেতে দেখেছেন তারা। বাসের আরোহীদের উদ্ধারের জন্য ছুটে যান স্থানীয় মানুষ। তারা দড়ি দিয়ে জল থেকে বাসটি টেনে তোলার চেষ্টা করেন। বাসের ভিতর থেকে মৃতদেহগুলি টেনে বের করেন তারা।

কর্নাটকের মুখ্যমন্ত্ৰী এইচডি কুমারস্বামী মান্দার দায়িত্বে থাকা মন্ত্ৰী ও জেলাশাসককে যত তাড়াতাড়ি সম্ভব অকুস্থলে ছুটে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধার অভিযানে তদারকি করতেও বলা হয়েছে তাঁদের।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com