কামরূপ মেট্ৰোর ২০টি প্ৰাথমিক স্কুলকে নিকটবর্তী স্কুলের সঙ্গে শামিল করা হলো

কামরূপ মেট্ৰোর ২০টি প্ৰাথমিক স্কুলকে নিকটবর্তী স্কুলের সঙ্গে শামিল করা হলো

গুয়াহাটিঃ ছাত্ৰ ভর্তি না হওয়ায় রাজ্য শিক্ষা বিভাগ গত একমাসে কামরূপ মেট্ৰো জেলায় কমপক্ষে ২০টি স্কুলকে অন্য স্কুলের সঙ্গে শামিল করেছে। রাজ্যে এমনও বহু স্কুল রয়েছে যেখানে গত এক বছরে একটাও ছাত্ৰ ভর্তি হয়নি। গুয়াহাটি এবং রাজ্যে ছাত্ৰহীন এবং নিতান্তই কম ছাত্ৰ থাকা স্কুলগুলির অধিকাংশই অসমিয়া ও বাংলা মাধ্যমের। শিক্ষা বিভাগ আরও কিছু স্কুলকে অন্য স্কুলের সঙ্গে শামিল করবে।

জেলায় তিনটি স্কুল রয়েছে যেগুলিতে ২০১৭ তে একটি ছাত্ৰও ভর্তি হয়নি। এই তিনটি স্কুল অসমিয়া ও বাংলা মাধ্যমের। অভিভাবকরা এসব স্কুলে তাদের ছেলেমেয়েকে ভর্তি না করে ইংরেজি স্কুলে পড়াতেই বেশি পছন্দ করেন। একথা জানান জেলা প্ৰাথমিক শিক্ষা আধিকারিক বুলি গগৈ ভুইয়া। তিনি বলেন,যে সব স্কুলে একটিও ছাত্ৰ নেই কিংবা এক দুটি আছে সেই স্কুলগুলিকে নিকটবর্তী কোনও স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একই প্ৰশাসনিক ও অ্যাকাডেমিক ইউনিটের অধীনে।

আরও জানানো হয়েছে ৪৭৬টি সরকারি নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ে এবং ৯৫টি উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ে ২০১৭ তে একটি ছাত্ৰ ভর্তি হয়নি। কামরূপ মেট্ৰো জেলার প্ৰায় ৭৫ শতাংশ প্ৰাথমিক স্কুল প্ৰথম গুণোৎসবে নিম্ন গ্ৰেড পেয়েছে। এই স্কিমের আওতায় আনা হয়েছিল জেলার ৭০৮টি প্ৰাথমিক স্কুল। এরমধ্যে ৫৩৪টি স্কুল পেয়েছে সি ও ডি গ্ৰেড।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com