কেন্দ্ৰে স্থায়ী ও স্থিতিশীল সরকার থাকায় উন্নয়ন ত্বরান্বিত হয়েছেঃ মোদি

কেন্দ্ৰে স্থায়ী ও স্থিতিশীল সরকার থাকায় উন্নয়ন ত্বরান্বিত হয়েছেঃ মোদি

নয়াদিল্লিঃ কেন্দ্ৰে স্থায়ী ও স্থিতিশীল সরকার থাকার জন্যই ঘরোয়া ও বিদেশি নীতির ক্ষেত্ৰে এতটা সাফল্য এসেছে। এই সাফল্যের হকদার মোদি নন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বুধবার স্বয়ং একথা বলেন। মোদি বলেন,জনগণের রায়ে কেন্দ্ৰে সংখ্যাগরিষ্ঠ সরকার থাকার সুবাদেই গত পাঁচ বছরের কার্যকালে অনেক কিছুই করা সম্ভব হয়েছে।

যেকোনও ইস্যুতেই সরকার কঠোর সিদ্ধান্ত নিতে পেরেছে। পাশাপাশি তিনি একথাও মনে করিয়ে দেন যে কোয়ালিশন সরকার হলে অনেক ক্ষেত্ৰেই কঠোর সিদ্ধান্ত নেওয়া যায় না। ষোলতম লোকসভার শেষদিন বুধবার সদনে বক্তব্য পেশ করছিলেন প্ৰধানমন্ত্ৰী। তিনি বলেন,২০১৪ থেকে গত ৫ বছরে বিশ্বের ষষ্ঠতম অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত। দেশের অর্থনীতি নিয়ে আস্থার সৃষ্টি হয়েছে। ‘এই সাফল্যের দাবিদার মোদি বা সুষমাজি(স্বরাজ)নন,দেশের ১২৫ কোটি মানুষ এই সাফল্যের হকদার,যারা একটা সংখ্যা গরিষ্ঠ সরকারকে কেন্দ্ৰের ক্ষমতায় এনেছিলেন’।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংসদে শেষ ভাষণে প্ৰধানমন্ত্ৰী আরও বলেন,তিন দশক পর কংগ্ৰেস ছাড়া কেন্দ্ৰে একটা সম্পূর্ণ সংখ্যা গরিষ্ঠ সরকার গঠিত হয়েছিল। কংগ্ৰেস হীন এটাই ছিল প্ৰথম জোট সরকার। এই সরকারেই সর্বোচ্চ সংখ্যক মহিলা মন্ত্ৰী হয়েছেন। নিরাপত্তা বিভাগে ঠাঁই পেয়েছেন দুজন মহিলা মন্ত্ৰী। তাঁছাড়া লোকসভার অধ্যক্ষ ও সেক্ৰেটারি জেনারেল পদেও মহিলা রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসার জন্য সংসদীয় নীতিই ক্ৰেডিট দাবি করতে পারে। ডিজিটাল বিশ্বেও ভারত নিজের জায়গা করে নিয়েছে। সারা বিশ্ব যখন উষ্ণায়নের কবলে সেইসময় ভারত আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স উদ্ভাবন করছে। আগামি দিনে এই পদক্ষেপের ফল পাওয়া যাবে-বলেন মোদি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com