কোকরাঝাড়ে ব্যাপক ভোটে জিতবে বিপিএফঃ হাগ্ৰামা

কোকরাঝাড়ে ব্যাপক ভোটে জিতবে বিপিএফঃ হাগ্ৰামা

কোকরাঝাড়ঃ বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্টের(বিপিএফ)সভাপতি হাগ্ৰামা মহিলারি মঙ্গলবার চিরাং জেলার কাশিকোত্ৰায় এক নির্বাচনী প্ৰচার সভায় বলেন,বিপিএফ প্ৰার্থী এবার কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। তিনি বলেন,নির্দিষ্ট কিছু ন্যস্ত স্বার্থান্বেষী শক্তির বিছিন্নতাবাদী রাজনীতি ধোপে টেকেনি।

মহিলারি বলেন,বিপিএফ অঞ্চলটির সব শ্ৰেণির মানুষের বিকাশে কাজ করছে এবং তার দল জনগণকে দেওয়া প্ৰতিশ্ৰুতিও এক এক করে পূরণ করে চলেছে। তিনি বলেন,কোকরাঝাড় কেন্দ্ৰে বিপিএফ প্ৰার্থী প্ৰমীলা রানি ব্ৰহ্ম এবং আবসু সমর্থিত ইউপিপিএল প্ৰার্থী ইউজি ব্ৰহ্মর মধ্যে সরাসরি লড়াই হবে। বিপিএফ শুধু কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে প্ৰার্থী দিয়েছে। তবে রাজ্যের অন্যান্য কেন্দ্ৰে মিত্ৰ দল বিজেপি ও অগপ প্ৰার্থীদের সমর্থন দিয়ে যাবে তারা। তিনি আরও বলেন,বিপিএফ প্ৰার্থী ভোটে জিতলে অঞ্চলটির সব সম্প্ৰদায়ের মানুষের সমস্যার প্ৰতি গুরুত্ব দেওয়া হবে।

কোকরাঝাড় আসনটি কব্জা করার পর রাজ্যের ছয় জনগোষ্ঠীর উপজাতির মর্যাদা সংক্ৰান্ত ইস্যুটি সংসদে উত্থাপন করবে বিপিএফ। এই নির্বাচনী সমাবেশে বিটিসির উপ প্ৰধান খাম্পা বরগয়ারি,বিপিএফ প্ৰার্থী প্ৰমীলা রানি ব্ৰহ্ম,রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমারি,মন্ত্ৰী চন্দন ব্ৰহ্ম এবং দলের বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বিভিন্ন সম্প্ৰদায়ের প্ৰায় নয়শোটি পরিবার,যারা অবোড়ো সুরক্ষা সমিতি,ইউপিপিএল এবং পিডিএফ-এর সমর্থক তাঁরাও বিপিএফ-এর এই সমাবেশে যোগ দেন। মহিলারি স্বয়ং তাঁদের সমাবেশে স্বাগত জানান।

এদিকে আবহাওয়া হঠাৎ দুর্যোগপূর্ণ হওয়ায় সমাবেশের জন্য গড়া প্যান্ডেলটি দমকা বাতাসে ভেঙে পড়ে। ফলে অন্যান্য বক্তারা সমাবেশে বক্তব্য পেশ করার সু্যোগই পাননি। এদিন কোকরাঝাড় পশ্চিম কেন্দ্ৰের তুলসীবিলে অনুরূপ এক সভায় অংশ নেন মহিলারি। এই সমাবেশেও প্ৰচুর জন সমাগম হয়েছিল। ওদিকে ইউপিপিএল মঙ্গলবার কোকরাঝাড়ে তাদের কেন্দ্ৰীয় নির্বাচনী কার্যালয় খুলেছে। কার্যালয়টি উদ্বোধন করেন ইউপিপিএল-এর সভাপতি তথা দলের কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰের প্ৰার্থী ইউজি ব্ৰহ্ম।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com