কোকরাঝাড় আসনে ত্ৰিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও পুরো চিত্ৰ এখনও স্পষ্ট নয়

কোকরাঝাড় আসনে ত্ৰিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও পুরো চিত্ৰ এখনও স্পষ্ট নয়

গুয়াহাটিঃ রাজ্যের কোকরাঝাড় লোকসভা আসনে এবার ত্ৰিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই চিত্ৰ এখনও স্পষ্ট নয়। এই আসনে বিজেপি-অগপর সমর্থিত বিপিএফ প্ৰার্থী প্ৰমীলা রানি ব্ৰহ্ম,আবসু-এনডিএফবি(পি)সমর্থিত ইউপিপিএল প্ৰার্থী ইউজি ব্ৰহ্ম এবং নির্দল প্ৰার্থী নব শরনিয়ার মধ্যে ত্ৰিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই কেন্দ্ৰে শেষ পর্যন্ত কোনও প্ৰার্থী শেষ হাসি হাসবেন তা কিন্তু এখনও ধোঁয়াশাপূর্ণ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন,বোড়ো ভোট প্ৰমীলা ও ইউপিপিএল প্ৰার্থী ইউজি ব্ৰহ্মের মধ্যে ভাগ হয়ে যাবে। ওদিকে এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল ইউপিপিএল প্ৰার্থী ইউজি ব্ৰহ্মকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেদিক থেকে বিচার করলে মুসলিম ভোটের একটা বিরাট অংশ ইউজি ব্ৰহ্মের ঝুলিতেই পড়ার সম্ভাবনা বেশি। আর এমনটা যদি সত্যি হয় তাহলে বিজেপি অগপ জোটের বিপিএফ প্ৰার্থী প্ৰমীলা রানি ব্ৰহ্মের সামনে রীতিমতো হুমকি হয়ে দাঁড়াবে। বিপিএফ সভাপতি হাগ্ৰামা মহিলারি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে প্ৰমীলার পক্ষে প্ৰচার চালিয়ে যাচ্ছেন।

অনেক বছর ধরে কোকরাঝাড় লোকসভা আসনে কংগ্ৰেস,বিজেপি বা অগপর কোনও সাংগঠনিক ভিত্তি নেই। কংগ্ৰেস এই কেন্দ্ৰে শব্দরাম রাভাকে দলীয় প্ৰার্থী করেছে। তাই অবোড়ো ভোটে রাভা ভালই ভাগ বসাবেন। রাভা যদিও মূল তিন প্ৰার্থীর মধ্যে পড়েন না তবুও অবোড়ো ভোট তাঁর পাতে গেলে তা শরনিয়ার কাছে হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ওদিকে সারা কোচ রাজবংশী ছাত্ৰ সংস্থ(আাক্ৰাসু)শরনিয়াকে সমর্থন করায় এবারের লড়াই যথেষ্ট কৌতূহলের সৃষ্টি করেছে। এদিকে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বুধবার বিজনি ও বাসুগাঁওয়ে প্ৰমীলা ব্ৰহ্মের পক্ষে প্ৰচার চালানোর সময় শক্তিশালী সমাজ গড়ার স্বার্থে প্ৰমীলাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্ৰতি আহ্বান জানান।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com