কোটি কোটি টাকা চেলেও অসমে বন্যা সমস্যার স্থায়ী সমাধান দূর অস্ত

কোটি কোটি টাকা চেলেও অসমে বন্যা সমস্যার স্থায়ী সমাধান দূর অস্ত

গুয়াহাটিঃ অসমে প্ৰতি বছর বন্যার প্ৰকোপ লাঘব করতে বিভিন্ন প্ৰকল্প বাবদ তহবিল বরাদ্দ করা সত্ত্বেও এই ইস্যুতে আজ অবধি স্থায়ী কোনও সমাধানে পৌঁছতে না পারার বিষয়টি বাস্তবিকই আশ্চর্যের বিষয়। অসমে প্ৰতি বছরের বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিম্নলিখিত পরিসংখ্যান থেকে বোঝা যাবে। ১৯৫৩ সাল থেকে ২০১৭ পর্যন্ত ফসল,ঘরবাড়ি এবং অন্যান্য ক্ষতির অঙ্কের পরিমাণ হলো ৭৮৯৭২২৬ কোটি টাকা। বিষয়টিকে ভেঙে দেখলে এই পরিসংখ্যান প্ৰকাশ্যে আসে যে এই সময়ে ৫১,৯৬২ মিলিয়ন হেক্টার কৃষিজমি ক্ষতিগ্ৰস্ত হয়েছে। একই সময়কালে ৩০,৩৯৩ জন প্ৰাণ হারিয়েছেন। ক্ষতিগ্ৰস্ত মানুষের সংখ্যা ১,৭১,৯১৫ জন। অন্যদিকে ৪৪,১৩,২৯০টি বাড়ি এবং ২৫,৭৪৯ মিলিয়ন ফসলি জমির ক্ষতি হয়েছে।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ(এমএইচএ)রাজ্যের বন্যা ইস্যুটিকে জাতীয় সমস্যার মর্যাদা দিতে অস্বীকার করেছে। অসম সরকার এবং রাজ্যের বিভিন্ন সংগঠন রাজ্যের বন্যাকে ‘জাতীয় সমস্যা’ হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্ৰকে চাপ দেওয়া সত্ত্বেও আজ অবধি এব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সচেতন মহল মনে করেন যখন বৃষ্টি থাকে না সেইসময় বন্যা সমস্যার মোকাবিলায় আগাম কোনও পদক্ষেপ নিতে দেখা যায় না। এমনও অভিযোগ রয়েছে যে বন্যার পরবর্তী পর্যায়ে ক্ষয়ক্ষতি মোকাবিলায় কিছু প্ৰকল্প হাতে নেওয়া হলেও এই সমস্যার স্থায়ী সমাধানে কোনও পদক্ষেপ নেওয়া হয় না।

অসম সরকার রাজ্যের বন্যা ও ভাঙনকে ‘জাতীয় সমস্যা’ হিসেবে ঘোষণা করতে কেন্দ্ৰীয় সরকারকে অনুরোধ জানালেও আজ অবধি এক্ষেত্ৰে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com