কোনও রাজ্যেই কংগ্ৰেসের সঙ্গে আঁতাত নয়ঃ মায়াবতী

কোনও রাজ্যেই কংগ্ৰেসের সঙ্গে আঁতাত নয়ঃ মায়াবতী

নয়াদিল্লিঃ লোকসভা নির্বাচনের প্ৰাক্কালে বিরোধীদের মহাজোট গড়ার পরিকল্পনায় একটা বড় আঘাত হানলেন বহুজন সমাজ পার্টির(বিএসপি)সুপ্ৰিমো মায়াবতী। মঙ্গলবার তিনি বলেছেন,তাঁর দল কোনও রাজ্যে কংগ্ৰেসের সঙ্গে আঁতাত করবে না। দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন উত্তর প্ৰদেশের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মায়াবতী। ‘বৈঠক চলাকালে একথা উল্লেখ করা হয় যে,নির্বাচনে লড়ার জন্য কংগ্ৰেসের সঙ্গে বিএসপি-র কোনওকালেই কোনও রাজ্যে আঁতাত বা সমঝোতা ছিল না’-প্ৰচার মাধ্যমকে মায়াবতী একথা জানান।

উত্তর প্ৰদেশ থেকে কংগ্ৰেসকে মুছে ফেলতে বিএসপি নির্বাচনের আগেই সমাজবাদী পার্টি ও রাষ্ট্ৰীয় লোক দলের সঙ্গে জোট গড়েছে।

মায়াবতী বলেন,লোকসভা নির্বাচনের জন্য বিএসপি-র সঙ্গে আঁতাত করার লক্ষ্যে আরও অনেক দল মুখিয়ে আছে। শুধু ভোটের স্বার্থে দলের আদর্শের পরিপন্থী কোনও পদক্ষেপ নিতে বিএসপি-র কোনও আগ্ৰহ নেই-জানান মায়াবতী।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com