‘ক্যাব’ প্ৰত্যাহার না করা পর্যন্ত প্ৰতিবাদ চালিয়ে যাওয়ার পক্ষে মানিক

‘ক্যাব’ প্ৰত্যাহার না করা পর্যন্ত প্ৰতিবাদ চালিয়ে যাওয়ার পক্ষে মানিক

আগরতলাঃ নাগরিক(সংশোধনী)বিল যত দিন পর্যন্ত তুলে নেওয়া হচ্ছে তত দিন বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এর বিরুদ্ধে প্ৰতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়াই সমীচীন হবে। সোমবার এই অভিমত প্ৰকাশ করেন ত্ৰিপুরার প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মানিক সরকার।

এখানে বিলের বিরুদ্ধে এক প্ৰতিবাদ সমাবেশে ভাষণ দিচ্ছিলেন সরকার। তিনি বলেন,এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে ভারতীয় সংবিধানের মৌলিক বিশেষত্ব ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন,বিল বিরোধী আন্দোলন দুর্বার হওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির(বিজেপি)সরকার তাদের ন্যস্ত রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এটাকে আইনি রূপ দেওয়ার জন্য গো ধরে আছে।

এই বিলে বাংলাদেশ,পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ছটি অমুসলিম জনগোষ্ঠীকে ভারতীয় নাগরিকত্ব দিতে চাওয়া হয়েছে। মানিকবাবু ১৯৯৮ সাল থেকে টানা ২০ বছর ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী পদে বহাল ছিলেন। তিনি বলেন,ব্ৰিটিশ একসময়ে দেশ ভাগ করেছিল। এখন সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্ৰকে ধ্বংস করে দেশে ফের বিভাজন ঘটানোর নতুন করে প্ৰয়াস চলছে। উত্তর পূর্বাঞ্চলে যুগ যুগ থেকে বিভিন্ন জনগোষ্ঠী,জাতি,উপজাতি ও ভাষাগোষ্ঠীর মানুষ শান্তি সম্প্ৰীতিতে বসবাস করছেন। কয়েক দশকের সন্ত্ৰাসবাদের পর উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরে এসেছে। কিন্তু বিজেপি নেতারা নিজেদের রাজনৈতিক ও ভোটের লোভে ফের আগুন লাগানোর চেষ্টা করছে-উল্লেখ করেন বর্ষীয়ান মাক্সবাদী নেতা সরকার।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com