গণরাজ্য দিবসে ভারত সফরে আসতে পারেন আমেরিকার প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প

গণরাজ্য দিবসে ভারত সফরে আসতে পারেন আমেরিকার প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প

আমেরিকার প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প আগামি গণরাজ্য দিবসে ভারত সফরে আসতে পারেন। ট্ৰাম্প প্ৰশাসনের একজন পদস্থ আধিকারিক সংবাদ সংস্থাকে একথা জানান। ট্ৰাম্প ভারতে এলে এটা ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্ৰে একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে-তথ্যাভিজ্ঞ মহলের ধারণা এটাই। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ২০১৯-এর গণরাজ্য দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ডোনাল্ড ট্ৰাম্পকে ভারত সফরে আসার আমন্ত্ৰণ জানিয়েছেন। ট্ৰাম্প কবে নাগাদ ভারতে আসছেন সেকথা জানতে চাওয়া হলে ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্ৰাল এশিয়ার প্ৰিন্সিপাল ডেপুটি অ্যাসিস্টাণ্ট সেক্ৰেটারি অ্যালিথ ওয়েল সংবাদ সংস্থাকে বলেন,ট্ৰাম্প ভারত সফরের জন্য মুখিয়ে আছেন। ট্ৰাম্পের সফর ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্ৰে একটা ইতিবাচক পদক্ষেপ হবে বলে তিনি মনে করেন। উল্লেখ্য.প্ৰধানমন্ত্ৰী মোদি অবশ্য এর আগে দুবার ট্ৰাম্পের সঙ্গে মিলিত হয়েছেন। প্ৰথমবার ওয়াশিংটনে এবং দ্বিতীয়বার ম্যানিলার এক শীর্ষ সম্মেলনে দুই নেতার দেখা হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com