গুজরাত সীমান্তে পাকিস্তানি ড্ৰোন গুলিতে ভূপতিত

গুজরাত সীমান্তে পাকিস্তানি ড্ৰোন গুলিতে ভূপতিত

গুয়াহাটিঃ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের তিনটি ঘাঁটি বোমায় উড়িয়ে দেওয়ার পর আজ সকালে গুজরাত সীমান্তের আকাশ থেকে একটি পাকিস্তানি ড্ৰোনকে গুলি করে নামাতে সফল হয় ভারতীয় সেনা।

আজ সকাল সাড়ে ছটা নাগাদ গুজরাতের কচ্ছ সীমান্তের আকাশ থেকে পাকিস্তানি ড্ৰোনটিকে গুলি করে নামানো হয়। কচ্ছের নাংহাতাদাত গ্ৰামের কাছে ওই ড্ৰোনটিকে দেখা গিয়েছিল।

গ্ৰামবাসীদের মতে,মঙ্গলবার সাতসকালে তারা একটা বিকট শব্দ শুনতে পান এবং ঘটনাস্থলে গিয়ে ওই ড্ৰোনের ধ্বংসাবশেষ তাদের নজরে আসে। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এব্যাপারে বিস্তারিত কিছু খুলে বলতে তারা অস্বীকার করেছে।

সোমবার শেষ রাতে অর্থাৎ মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই ভারতীয় বায়ু সেনার লড়াকু বিমান লাইন অব কন্ট্ৰোল(এলওসি)বরাবর পাক সীমান্তের দিকে ঢুকে জঙ্গিদের তিনটি ঘাঁটি বোমা ফেলে গুড়িয়ে দেয়। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্ৰুয়ারি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার পর প্ৰতিশোধ নেওয়ার অপেক্ষায় প্ৰহর গুনছিল ভারত।

ভারতীয় বায়ু সেনার মিরেজ ২০০০ লড়াকু বিমান বালাকোট,মুজাফরাবাদ ও চাকোটিতে জইশের ঘাঁটিতে ১০০০ কেজি বোমা ফেলে সেগুলি নিশ্চিত করে দেয়। ৭১ সালের যুদ্ধের পর এই প্ৰথম ভারতীয় বায়ুসেনার বিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলো। অথচ কারগিল যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনা এলওসি-র সীমা পর্যন্ত লঙ্ঘন করেনি। ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে পরে সাংবাদিকদের বলেন,সন্ত্ৰাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত দৃঢ়প্ৰতিজ্ঞ। আর সেজন্যই বেছে বেছে জইশের ঘাঁটিগুলিকেই আক্ৰমণের নিশানা করা হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com