গুয়াহাটি রেলস্টেশনে ট্ৰলি ব্যাগের চাকা থেকে সোনা উদ্ধার

গুয়াহাটি রেলস্টেশনে ট্ৰলি ব্যাগের চাকা থেকে সোনা উদ্ধার

গুয়াহাটিঃ চোরা কারবারিরা সোনা পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। বৃহস্পতিবার গুয়াহাটি রেল স্টেশনের ১নং প্ল্যাটফর্মের বাইরে সরকারি রেল পুলিশ(জিআরপি)একটি ট্ৰলি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। ব্যাগটি পরীক্ষা করার পর পুলিশের নজরে আসে ব্যাগের তিনটি চাকা সোনা দিয়ে তৈরি। কর্তৃপক্ষ সন্দেহ করছেন এই ব্যাগটি ডাউন রাজধানী এক্সপ্ৰেসে করে এখানে আনা হয়েছে।

চোরাকারবারিরা এর আগে সেল ফোন,জুতো,বই এবং এমনকি গুহ্যদ্বারে সোনাপুরে তা পাচার করার চেষ্টা করেছিল। এই সব চোরাকারবারিরা অন্যান্য বিভিন্ন কৌশলেও সোনা পাচারের চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু এবার তারা ট্ৰলি ব্যাগের চাকা সোনায় মুড়ে তা পাচারের চেষ্টা করে। এই তিনটি চাকায় ১২০০ গ্ৰাম সোনা রয়েছে। তবে পুলিশের তৎপরতায় চোরা কারবারিদের সোনা পাচারের নয়া কৌশল ভেস্তে যায়। এই ব্যাগের কোনও দাবিদারকে খুঁজে পাওয়া যায়নি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com