গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰে লড়াই জমবে দুই মহিলা প্ৰার্থীর

গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰে লড়াই জমবে দুই মহিলা প্ৰার্থীর

গুয়াহাটিঃ মর্যাদাসম্পন্ন গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে এবার দুই মহিলা প্ৰার্থীর মধ্যে দমদার লড়াই হতে চলেছে। বিজেপি এই কেন্দ্ৰে প্ৰার্থী করেছে প্ৰাক্তন মেয়র কুইন ওজাকে। অন্যদিকে কংগ্ৰেসের টিকিটে নির্বাচনী যুদ্ধ নেমেছেন ববিতা শর্মা। আগামি ২৩ এপ্ৰিল তৃতীয় দফায় লোকসভা নির্বাচন হচ্ছে গুয়াহাটি কেন্দ্ৰে। উভয় প্ৰার্থী আজ মনোনয়পত্ৰ দাখিল করছেন। তৃতীয় দফার ভোটের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের অন্তিম দিন ৪ এপ্ৰিল। ৫ এপ্ৰিল মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করা হবে। মনোনয়ন প্ৰত্যাহারের শেষ তারিখ ধার্য হয়েছে ৮ এপ্ৰিল। ২৩ মে সারা দেশের সঙ্গে ভোট গণনা করা হবে।

গুয়াহাটি সংসদীয় আসনের এক্তিয়ারে ১০টি বিধানসভা ক্ষেত্ৰ রয়েছে। এগুলো হলো দুধনৈ(সংরক্ষিত),বকো(সংরক্ষিত),ছয়গাঁও,পলাশবাড়ি,হাজো,জালুকবারি,দিশপুর,গুয়াহাটি পূর্ব,গুয়াহাটি পশ্চিম এবং বরক্ষেত্ৰি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলির ৮টিতেই বিজেপি জয়ী হয়েছিল। কেবলমাত্ৰ বকো ও ছয়গাঁও কংগ্ৰেস দখলে রাখতে পেরেছিল।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে গুয়াহাটি কেন্দ্ৰে মোট ১৮ জন প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। সেবার বিজেপি প্ৰার্থী বিজয়া চক্ৰবর্তী ৩,১৫,৭৮৪টি ভোটের ব্যবধানে তাঁর প্ৰতিদ্বন্দ্বী কংগ্ৰেস প্ৰার্থী মানস বরাকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন। মানস বরা পেয়েছিলেন ৪,৪৯,২০১টি ভোট। অন্যদিকে বিজয়ার পাতে পড়েছিল ৭,৬৪,৯৮৫ ভোট।

২০১৯-এর সংশোধিত সচিত্ৰ ভোটার তালিকা অনু্যায়ী মর্যাদাপূর্ণ গুয়াহাটি কেন্দ্ৰে ভোটার সংখ্যা হলো ২১,৪৯,২৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০,৮৭,১২২ জন এবং মহিলা ১০,৬২,০৩০। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৭৮ জন।

গুয়াহাটি সংসদীয় কেন্দ্ৰ বিভিন্ন সমস্যায় জর্জরিত। উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর হওয়া সত্ত্বেও এই শহরে পানীয় জলের তীব্ৰ সমস্যা রয়েছে। কৃত্ৰিম বন্যা ফি বছরই ভোগাচ্ছে শহরবাসীকে। শহরের মানুষের জন্য বহনযোগ্য জলের ব্যবস্থা করতে প্ৰকল্প হাতে নেওয়া হলেও গত ১০ বছরেরও বেশি সময় ধরে এই প্ৰকল্প কার্যত অচল হয়ে রয়েছে। এই সময়ের মধ্যে কেন্দ্ৰ ও রাজ্যে ক্ষমতা হাত বদল হয়েছে। গুয়াহাটিকে স্মার্টসিটি করার প্ৰকল্পটির যথার্থ রূপায়ণ এখনও থমকে আছে।

আসাম স্টেট ক্যাপিটেল রিজিয়ন অথরিটি গঠন করা হয়েছে যদিও কিন্তু রাজধানী শহর সম্প্ৰসারণের কাজ এগোয়নি। প্ৰস্তাবিত মেট্ৰো রেল প্ৰকল্প এখনও আলোর মুখ দেখেনি। চারদিকে পাহাড় ঘেরা এই শহরের মানুষ একাধিক সমস্যায় জর্জর। পরিবহণ থেকে শুরু করে ন্যূনতম সু্যোগ সুবিধার অভাবে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে।

তবে এবার বিজেপি ও কংগ্ৰেসের দুজন প্ৰার্থী মহানগরীর বিভিন্ন সমস্যা মেটানোর কথা বলেছেন। গুয়াহাটিকে সমস্যা মুক্ত করতে তাঁরা কতটা অবদান রাখতে পারবেন সময়েই তার প্ৰমাণ পাওয়া যাবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com