গোলাঘাটের চা বাগানে বিষমদ খেয়ে ২২ জনের মৃত্যু,অসুস্থদের চিকিৎসা চলছে হাসপাতালে

গোলাঘাটের চা বাগানে বিষমদ খেয়ে ২২ জনের মৃত্যু,অসুস্থদের চিকিৎসা চলছে হাসপাতালে

গুয়াহাটিঃ গোলাঘাট জেলার শালমারা চা বাগানে বৃহস্পতিবার সন্ধ্যায় বিষাক্ত মদ খেয়ে ২২ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। একটি সূত্ৰে জানা গিয়েছে যে,বিষ মদ খেয়ে অসুস্থ হয়ে পড়া ৫০ জনের বেশি লোককে শালমারা বাগান থেকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার থেকে বাগান এলাকায় প্ৰবল চাঞ্চল্য বিরাজ করছে। নিহতদের মধ্যে যাদের শনাক্ত করা হয়েছে তাঁরা হলেন দ্ৰউপদী উরাং,বেল ভূমিজ,অগ্নি গোয়ালা,বন্ধহীন বাউরি,শান্তি পুজর,বিন্টি ভকতা,দুলাল উরাং,সুখলাল পূজর এবং আতুয়া পূজর। মৃত অন্যান্যদের নাম এখনও জানা যায়নি।

এদিকে আবগারি বিভাগ দ্য সেন্টিনেল ডিজিটেলকে জানিয়েছে যে এই ঘটনায় জড়িত সন্দেহে তারা দুজন ব্যক্তিকে আটক করেছে। ‘আমরা আশা করছি,ঘটনা সংক্ৰান্তে আরও কিছু ক্লু আমাদের হাতে আসবে। আমরা পুরো এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছি এবং খুব শিগগিরই আমাদের হাতে আরও কিছু ক্লু এসে যাবে। জানান নাম প্ৰকাশে অনিচ্ছুক ওই আবগারি আধিকারিক।

এরআগে,গোলাঘাট থানার ওসি রূপজ্যোতি দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,চারজন মহিলাও ওই বিষ মদ খেয়েছিলেন। তাদের তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়।

এখানে উল্লেখ করা যেতে পারে যে,মৃতের সংখ্যা ক্ৰমশ বেড়ে চলায় বিষয়টি ক্ৰমেই গুরুতর রূপ নিচ্ছে।

এই ঘটনার পর অপরাধীদের ধরতে আবগারি বিভাগ তল্লাশি অভিযানে নেমেছে।

গোলাঘাট স্বাস্থ্য পরিষেবা বিভাগের জয়েন্ট ডিরেক্টর ডা.রাতুল বরদলৈ সাংবাদিকদের বলেন,‘আমার হাতে আসা খবর অনু্যায়ী শালমারা বাগানের অসুস্থ শ্ৰমিকদের যোরহাট মেডিক্যাল ও গোলাঘাট সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কয়েকজনকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com