গোলাঘাটে ভয়াবহ রূপ নিয়েছে হাতি-মানুষের সংঘাত

গোলাঘাটে ভয়াবহ রূপ নিয়েছে হাতি-মানুষের সংঘাত

গোটা অসম জুড়ে হাতি-মানুষের সংঘাত ক্ৰমেই বেড়ে চলেছে। গোলাঘাট জেলার নুমলিগড়,মরঙি,মুরফুলনি,ফুলবাড়ি,ফলঙনি,অভয়জান,উল্টাজান,কৌয়ানি,শ্যামরাইপুর,পরাজংঘল অঞ্চলে দিন-রাত চলছে বুনো হাতির উপদ্ৰব। অন্যদিকে মঙ্গলবার রাতে কৌয়ানি অঞ্চলের নাহরবাড়ি চা বাগানে একশো থেকে দেড়শো হাতি নেমে এক প্ৰকার তাণ্ডবের সৃষ্টি করে। আজ সকালে বনকর্মীরা শূন্যে গুলি চালিয়ে বুনো হাতির পালকে তাড়ানোর চেষ্টা করেন। ওই সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে ফ্ৰেংকলিন বিলুং নামের একজন যুবক আহত হন। বর্তমান ভাগ্যপুর প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰে যুবকটির চিকিৎসা চলছে।

বনবিভাগ যুবকটির চিকিৎসায় গুরুত্ব দেয়নি বলে পরিবারের লোকেরা অভিযোগ করেছেন। এদিকে একইসঙ্গে জেলার অনেকগুলি স্থানে হাতি নামার খবর পেয়েও বনবিভাগ নির্লিপ্ত থাকার অভি্যোগ উঠেছে। উল্লেখ্য,মুরফুলনি,কৌয়ানি,বকিয়াল,যুরিয়াদলং খণ্ড বন কার্যালয়ে পর্যাপ্ত সু্যোগ সুবিধা না থাকায় বনকর্মীরা হাতি তাড়াতে ঘটনাস্থলগুলোতে যেতে সাহস পাচ্ছেন না বলে স্থানীয় সচেতন মহল জানিয়েছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com