জম্মু ও কাশ্মীরে আরএসএস নেতা গুলিবিদ্ধ,সেনা তলব

জম্মু ও কাশ্মীরে আরএসএস নেতা গুলিবিদ্ধ,সেনা তলব

জম্মুঃ সন্দেহভাজন জঙ্গিরা মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের কিস্টওয়ার শহরে আরএসএস-এর একজন নেতা চন্দ্ৰকান্ত সিংকে গুলি করায় তিনি গুরুতর আহত হন। জঙ্গির গুলিতে সিং-এর ব্যক্তিগত নিরাপত্তা অফিসারের মৃত্যু হয়। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের কিস্ট শহরে সেনা নামানো হয়েছে। পুলিশ জানিয়েছে এখবর।

কিস্টওয়ার এর জেলা ম্যাজিস্ট্ৰেট আংরেজ সিং রানা সাংবাদিকদের বলেন,কিস্টওয়ার শহরে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ডেকে পাঠানো হয়েছে। শহরে বর্তমানে কার্ফু বহাল রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট সেবাও বাতিল করে দেওয়া হয়েছে।

রানা বলেন,আহত সিংকে উন্নত চিকিৎসার জন্য জম্মু শহরে উড়িয়ে নেওয়া হয়েছে। কিস্টওয়ার জেলা হাসপাতালের বাইরে সন্দেহভাজন জঙ্গিরা সিং-এর উপর হামলা চালায়। তাঁর দেহরক্ষী ঘটনাস্থলেই মারা পড়েন। জঙ্গিরা দেহরক্ষীর সার্ভিস রাইফেলটি নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে। জঙ্গিদের ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com