জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া(এনআরসি)প্ৰকাশের বিভিন্ন সময়ানুক্ৰমিক রূপরেখা

জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া(এনআরসি)প্ৰকাশের বিভিন্ন সময়ানুক্ৰমিক রূপরেখা

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া সোমবার নির্ধারিত সময়ে গুয়াহাটিতে প্ৰকাশিত হলো। নাগরিক পঞ্জি নবায়নের কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। ২০১৭-র ৩১ ডিসেম্বর এনআরসি-র আংশিক খসড়া প্ৰকাশিত হয়েছিল। রাজ্যের চারদিকে প্ৰবল উৎকন্ঠা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সোমবার চূড়ান্ত খসড়াটি প্ৰকাশ করা হয়। এনআরসির চূড়ান্ত খসড়া প্ৰকাশ নিয়ে রাজ্য ও দেশে বিভিন্ন ঘটনার সময়ানুক্ৰমিক রূপরেখা নিচে তুলে ধরা হলো।

সোমবার সকাল ৯ টায় এনআরসির খসড়া প্ৰকাশের প্ৰক্ৰিয়া শুরু হয়। ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে বিদেশি ট্ৰাইবুনাল যেসব ব্যক্তিদের ‘বিদেশি’ বলে ঘোষণা করেছে এবং সীমান্ত পুলিশ বিদেশি ঘোষিতদের পরিবারের সদস্যকে বিদেশি ট্ৰাইবুনালে রেফার করেছে এবং যাদের মামলা বিদেশি ট্ৰাইবুনালে ঝুলছে ও ‘ডি’ ভোটারদের নাম এনআরসি-র খসড়া থেকে বাদ পড়তে পারে।

৯.২০ মিনিট-এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীল হাজেলা,ভারতের রেজিস্টার জেনারেল শৈলেশ এবং উত্তর পূর্বের দায়িত্ব থাকা কেন্দ্ৰীয় যুগ্ম সচিব সত্যেন্দ্ৰ গার্গ এনআরসি সমন্বয়কের কার্যালয়ে এসে পৌঁছন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য।

৯.৪০ মিনিট-রাজধানী শহর গুয়াহাটি মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তোলা হয়। পুলিশ কমিশনার হিরেন নাথ বলেন,যেকোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতির মোকাবিলায় পুলিশ তৈরি হয়ে আছে। প্ৰয়োজনে আরও নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হবে। এনআরসি খসড়া প্ৰকাশের পরও কেন্দ্ৰীয় নিরাপত্তা বাহিনী থাকবে।

৯.৫৮ মিনিট-গুয়াহাটির এনআরসি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ভারতের রেজিস্ট্ৰার জেনারেল শৈলেশ বলেন,‘সুপ্ৰিমকোর্টের বিশেষ তত্ত্বাবধানে এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশ করা সম্ভব হওয়ায় অসম এবং সারা দেশের জন্য আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন’। পরিচ্ছন্ন,অবাধ ও নির্ভুলভাবে খসড়া প্ৰকাশ করায় এনআরসি নবায়নের কাজে জড়িত কর্মীদের প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করেন তিনি।

১০.১০-উত্তরপূর্বের দায়িত্বে থাকা যুগ্মসচিব শৈলেন্দ্ৰ গার্গ বলেন,খসড়ায় নাম ছুটদের কোনও শাস্তির মুখে পড়তে হবে না। তবে তিনি সতর্ক করে দেন কেউ গোল বাঁধানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

১০.১৬মিনিট-৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে এনআরসি-র চূড়ান্ত খসড়া থেকে ৪০,০৭,৭০৭ জনের নাম বাদ পড়েছে। নামছুটদের পিছনে বিদেশির কোনও তকমা সেঁটে দেওয়া হবে না। এদের বিরুদ্ধে কোনও শান্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করা হবে না। ২০১৮-র ডিসেম্বরে প্ৰকাশেয় চূড়ান্ত এনআরসিতে নাম তোলার জন্য এদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। নামছুট এই সব মানুষ আগামি ৭ আগস্ট স্থানীয় এনআরসি সেবা কেন্দ্ৰ অথবা স্থানীয় রেজিস্ট্ৰারের কার্যালয়ে গিয়ে কেন তাদের নাম বাদ পড়ল তা জানতে পারবেন।

১০.২২- চূড়ান্ত খসড়ায় যাদের নাম ওঠেনি তাদের ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া হবে ফের দাবি জানানোর জন্য। ফের নাগরিকত্বের দাবি জানানোর জন্য তাদের হাতে দাবি ওজর আপত্তি ও সংশোধনের তিনটি ফর্ম দেওয়া হবে।

১০.৪৪-এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশের জন্য ভারত সরকার ১২,২২০ কোটি টাকা অনুমোদন করেছে।

১০.৫১-গুয়াহাটিতে এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশের পরপরই তৃণমূল কংগ্ৰেস সাংসদ সৌগত রায় লোকসভায় একটি মুলতুবি প্ৰস্তাব রাখেন।

১০.৫৮-চূড়ান্ত খসড়া থেকে নামছুট লোকেদের ভোটাধিকারের বিষয়ে প্ৰশ্ন থেকে যাচ্ছে। আরজিআই শৈলেশ বলেন,নির্বাচনী প্ৰক্ৰিয়াটি দেখাশোনার দায়িত্ব অন্য একটা কর্তৃপক্ষের হাতে ন্যস্ত রয়েছে।

১১.০৩-কংগ্ৰেস সাংসদ তথা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর ছেলে গৌরব গগৈ এনআরসির খবর প্ৰচারে সতর্কতা অবলম্বন করতে সাংবাদিকদের প্ৰতি আহ্বান জানিয়েছেন। খসড়া প্ৰকাশের জন্য যে সব সরকারি কর্মী অক্লান্ত পরিশ্ৰম করেছেন তাঁদের প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করেন গৌরব।

১১.১৪-সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এনআরসি-র চূড়ান্ত খসড়া যাতে জনগণ দেখতে পারেন তার জন্য তাদের গুয়াহাটিস্থ কার্যালয়ে বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে।

ওদিকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং আশ্বাস দেন খসড়া প্ৰকাশ নিরপেক্ষভাবে করা হয়েছে।

১১.২৫-যাদের নাম বাদ গেছে তাদের ওজর-আপত্তি প্ৰক্ৰিয়ার জন্য ব্যক্তিগতভাবে ডেকে পাঠানো হবে। একথা বলেন,এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা।

১১.৩৭-চূড়ান্ত খসড়া থেকে ৪০ লাখেরও বেশি লোকের নাম বাদ যাওয়ায় ক্ষোভ প্ৰকাশ করেছে অসম প্ৰদেশ কংগ্ৰেস এবং তারা ইস্যুটি সংসদে উত্থাপন করবে বলে আঁচ করা হচ্ছে। রাজ্য প্ৰদেশ কংগ্ৰেস প্ৰধান রিপুন বরা এটা বিস্ময়কর বলে উল্লেখ করেন।

১১.৪০-এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশিত হওয়ায় মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের জনগণের প্ৰতি অভিনন্দন জানিয়েছেন। তিনি এটাকে একথা ঐতিহাসিক দিন বলে উল্লেখ করে বলেন,দিনটি চিরকাল মনে থাকবে।

১১.৪২-মুখ্যমন্ত্ৰী সোনোয়াল খসড়ায় নাম অন্তর্ভুক্ত না হওয়া ব্যক্তিদের আতঙ্কিত না হতে আহ্বান জানান। কারণ প্ৰকৃত ভারতীয়রা দাবি ও ওজর আপত্তি জানানোর সু্যোগ পাচ্ছেন।

১১.৪৬-তৃণমূল কংগ্ৰেস এনআরসির চূড়ান্ত খসড়া প্ৰকাশকে ‘অমানবিক কাজ’ বলে আখ্যা দিয়েছে। দল বিষয়টি রাজ্যসভায় তুলবে।

১১.৫৫-একাংশ সমালোচকের অভিযোগ,অসমের মুসলিমদের টার্গেট করাই এনআরসি-র উদ্দেশ্য।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com