জোটে ফিরেই পদত্যাগপত্ৰ প্ৰত্যাহার করে নিলেন অগপ-র তিন মন্ত্ৰী

জোটে ফিরেই পদত্যাগপত্ৰ প্ৰত্যাহার করে নিলেন অগপ-র তিন মন্ত্ৰী

গুয়াহাটিঃ রাজ্যে ফের বিজেপি নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর সঙ্গে জোটে ফেরার পর অসম গণ পরিষদের(অগপ)তিন পদত্যাগী মন্ত্ৰী আজ অবশেষে তাদের পদত্যাগপত্ৰ প্ৰত্যাহার করে নিলেন। এই তিন মন্ত্ৰী আজই তাঁদের দায়িত্বভার বুঝে নেবেন। অগপর এই তিন মন্ত্ৰী হলেন,অতুল বরা,কেশব মহন্ত ও ফণীভূষণ চৌধুরী। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের অনুরোধেই এই সিদ্ধান্ত নেয় অগপ। আজ উভয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়েই ঐকমত্যে পৌঁছয় দুই দল। অগপ-বিজেপি ও বিপিএফ জোট লোকসভা নির্বাচনে ১২টি আসনে জয়ের লক্ষ্যমাত্ৰা নির্ধারণ করেছে।

আগামি ১৬ মার্চ লোকসভা নির্বাচনের জন্য জোট দলের প্ৰার্থী তালিকা ঘোষণা করা হবে। আজ গুয়াহাটির ব্ৰহ্মপুত্ৰ রাজ্য অতিথিশালায় আয়োজিত এক বৈঠকে একথা জানান অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। লোকসভা নির্বাচনে কংগ্ৰেসকে সম্পূর্ণ কোণঠাসা করাই জোটের মোক্ষম লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে বৈঠকে। এদিকে অগপ সভাপতি অতুল বরা বলেছেন,বিজেপি-র সঙ্গে এই মিত্ৰতা অটুট থাকবে। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে অগপ বিজেপি-র সঙ্গে মিত্ৰতা ছিন্ন করেছিল। কিন্তু নাগরিকত্ব বিলটি লোকসভায় পাস হলেও তা রাজ্যসভায় উত্থাপন করেনি কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।

রবিবার মুখ্য নির্বাচন কমিশনার নয়াদিল্লিতে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর অগপ-বিজেপির ফের জোট গড়া নিয়ে রাজ্যে উভয় দলের মধ্যে একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়। অবশেষে উভয় দলের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং দুটো দল বিপিএফকে সঙ্গে নিয়ে লোকসভার নির্বাচনে একইসঙ্গে লড়ার পাকাপাকি সিদ্ধান্ত নেয়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com