তফশিলি জাতি-উপজাতি আইন সংশোধনের প্ৰতিবাদে আজ ভারত বনধ,বিভিন্ন রাজ্যে জোরদার নিরাপত্তা

তফশিলি জাতি-উপজাতি আইন সংশোধনের প্ৰতিবাদে আজ ভারত বনধ,বিভিন্ন রাজ্যে জোরদার নিরাপত্তা

তফশিলি জাতি-উপজাতি আইন সংশোধনের প্ৰতিবাদে আজ ভারত বনধ ডাকে বিভিন্ন সংগঠন। বনধের ডাকে মধ্যপ্ৰদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। রাজ্যের কিছু অঞ্চলে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাজ্যে ৩৫টি সংগঠন এই বনধ ডেকেছে তফশিলি জাতি-উপজাতি সংশোধনী আইনের প্ৰতিবাদে। মধ্যপ্ৰদেশ ও বিহারের বিভিন্ন জেলায় আজ স্কুল বন্ধ রাখা হয়। বিহারে বিক্ষোভকারীরা ট্ৰেন অবরোধ করে,অবরোধ করে সড়ক,টায়ার জ্বালায়। মধ্যপ্ৰদেশের ৩৫টি জেলায় হাই এলার্ট জারি করা হয়। উচ্চ বর্ণের সংগঠনগুলি ওই আইনের প্ৰতিবাদ জানাতে আজ পথে নামে। বিভিন্ন স্থানে প্ৰতিবাদকারীরা হিংসাত্মক হয়ে ওঠে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com