তিনসুকিয়ায় নিগৃহীত বিজেপি-র সভাপতি লক্ষ্যেশ্বর মরান

তিনসুকিয়ায় নিগৃহীত বিজেপি-র সভাপতি লক্ষ্যেশ্বর মরান

তিনসুকিয়াঃ তিনসুকিয়া নিগৃহীত হলেন বিজেপি-র জেলাসভাপতি লক্ষ্যেশ্বর মরান। শহরের গোলাপচন্দ্ৰ রবিচন্দ্ৰ নাট্যমন্দির চত্বরে বুধবার আরএসএস-এর ছায়া সংগঠন লোক জাগরণ মঞ্চ আয়োজন করে এক জনসভার। ওখানেই নাগরিকত্ব বিল বিরোধী একাংশ প্ৰতিবাদকারীর হাতে নিগৃহীত হন মরান। নাগরিকত্ব বিল নিয়ে একটা স্পষ্ট ধারণা তুলে ধরার লক্ষ্যেই এই সভা ডেকেছিল জাগরণ মঞ্চ। এই সভায় যোগ দিতে এসেছিলেন বিজেপি-র তিনসুকিয়া জেলা সভাপতি মরান।

কিন্তু ওখানে জমায়েত হওয়া আসু ও অজা্যুছাপের(এজেওয়াইসিপি)সহস্ৰাধিক বিল বিরোধী প্ৰতিবাদকারী লক্ষ্যেশ্বর মরানকে মারধর করার আভিযোগ উঠেছে। নিমেষের মধ্যে এলাকায় হিংসাত্মক পরিস্থিতির সৃস্টি হওয়ায় পুলিশ প্ৰতিবাদকারীদের হঠাতে মৃদু লাঠিচার্জ করে। বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে গঠনমূলক আলোচনার জন্য রত্নেশ্বর শর্মা,অভিজিৎ শইকিয়া ও অনিল দাস যৌথভাবে এই সভা ডেকেছিলেন। সভাস্থলে সকাল থেকেই যথেষ্ট নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিল বিরোধী প্ৰতিবাদকারীদের হাতে মার খাওয়ার পরই পুলিশ মরানকে উদ্ধার করে। মরানের মুখে প্ৰচণ্ড আঘাত লেগেছে। তাঁকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

এই পরিস্থিতির পরিপ্ৰেক্ষিতে তিনসুকিয়া জেলা প্ৰশাসন বিভিন্ন সংগঠন ও ইউনিয়নকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়েছে। প্ৰশাসনের তরফে বলা হয়েছে,এধরনের ঘটনায় উস্কানি দিলে তা অন্যান্যদের প্ৰরোচিত করবে এবং এরফলে অশান্তি ছড়িয়ে পড়বে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com