তৃতীয় দফার নির্বাচনের জন্য ৪ কেন্দ্ৰে প্ৰার্থীর নাম এখনও ঘোষণা করেনি কংগ্ৰেস

তৃতীয় দফার নির্বাচনের জন্য ৪ কেন্দ্ৰে প্ৰার্থীর নাম এখনও ঘোষণা করেনি কংগ্ৰেস

গুয়াহাটিঃ কংগ্ৰেসের উপর মহলে মতানৈক্যের জেরে রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য গুয়াহাটি সহ চার কেন্দ্ৰে এখনও প্ৰার্থীর নাম ঘোষণা করতে পারেনি কংগ্ৰেস। এরফলে বিশেষ করে গুয়াহাটি সহ বিভিন্ন কেন্দ্ৰে প্ৰচারের ক্ষেত্ৰেও কংগ্ৰেস পিছিয়ে রয়েছে।

তবে কংগ্ৰেস আজ অথবা আগামিকাল এই চার কেন্দ্ৰে তাঁদের প্ৰার্থীর নাম ঘোষণা করতে পারে। রাজ্যে তৃতীয় দফায় লোকসভা আসনে নির্বাচন হচ্ছে আগামি ২৩ এপ্ৰিল। যে চারটি লোকসভা কেন্দ্ৰে তৃতীয় দফায় ভোট হচ্ছে সেগুলি হলো গুয়াহাটি,বরপেটা,ধুবড়ি ও কোকরাঝাড়। একটি সূত্ৰের মতে,প্ৰার্থী বাছাই নিয়ে দলের উপর মহলে মতানৈক্যের জন্য প্ৰক্ৰিয়াটি থমকে আছে। অথচ অন্যদিকে বিজেপি গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী কুইন ওজার পক্ষে ইতিমধ্যেই প্ৰচার শুরু করে দিয়েছে। প্ৰার্থী বাছাইয়ে বিলম্বের জন্য কংগ্ৰেস প্ৰচারেও পিছিয়ে রয়েছে।

ওদিকে অগপও ধুবড়ি ও বরপেটা কেন্দ্ৰে তাদের প্ৰার্থীর নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি। তবে সূত্ৰটির মতে,অগপ ধুবড়ি কেন্দ্ৰে প্ৰাক্তন বিধায়ক জাভেদ ইসলামকে টিকিট দেওয়ার বিষয়টি মোটামুটি পাকা হয়ে আছে। বরপেটা কেন্দ্ৰে তারা প্ৰাক্তন রাজ্যসভার সাংসদ কুমার দীপক দাস অথবা বিধায়ক ভূপেন রায়কে টিকিট দেওয়ার সম্ভাবনা প্ৰবল।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com