ত্ৰিপুরার বর্তমান দুই সাংসদকে লোকসভা নির্বাচনে প্ৰার্থী করছে বামফ্ৰণ্ট

ত্ৰিপুরার বর্তমান দুই সাংসদকে লোকসভা নির্বাচনে প্ৰার্থী করছে বামফ্ৰণ্ট

আগরতলাঃ সিপিএম নেতৃত্বাধীন বামফ্ৰণ্ট ত্ৰিপুরার দুটি লোকসভা আসনে নির্বাচনের জন্য দলের বর্তমান দুই সাংসদ জিতেন্দ্ৰ চৌধুরী এবং শঙ্কর প্ৰসাদ দত্তকে মনোনীত করেছে। এই দুজন ক্ৰমে ত্ৰিপুরা পূর্ব ও ত্ৰিপুরা পশ্চিম কেন্দ্ৰ থেকে নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করবেন।

দুই প্ৰার্থীর নাম ঘোষণা করে বামফ্ৰণ্টের আহ্বায়ক বিজন ধর বলেন,বাম দল রাজ্যে কংগ্ৰেসের সঙ্গে আঁতাতে যাবে না। কংগ্ৰেসও ইতিমধ্যেই কোনও ধরনের আঁতাতের কথা উড়িয়ে দিয়েছে। রাজ্যের এই দুই লোকসভা আসনে কঠিন লড়াই হবে বলে আঁচ করা হচ্ছে। ফ্ৰণ্টের বর্তমান দুই প্ৰার্থীর বিরুদ্ধে বিজেপি ও কংগ্ৰেস শক্তিশালী প্ৰার্থী দেওয়ার যে চেষ্টা করবে তা বলাই বাহুল্য। চৌধুরী বাম সমর্থিত আদিবাসী অধিকার রাষ্ট্ৰীয় মঞ্চের জাতীয় আহ্বায়ক এবং সিপিএমের উপজাতি শাখা ত্ৰিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি।

দত্ত হচ্ছেন সিপিআইএম ট্ৰেড ইউনিয়ন সংস্থা দ্য সেণ্টার অফ ইন্ডিয়ান ট্ৰেড ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক। পূর্বতন বামফ্ৰণ্ট সরকারের জমানায় চৌধুরী ১৯৯৩ সাল থেকে উপজাতি কল্যাণ ও বন বিভাগের দায়িত্ব সামলেছিলেন দুই দশকেরও বেশি সময়।

বিদায়ী লোকসভার সিপিএম-এর চিফ হুইপও ছিলেন তিনি। এদিকে বিজেপির সাধারণ সম্পাদক রামমাধব দলের প্ৰার্থী ঠিক করা নিয়ে আজ ত্ৰিপুরায় দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

বিজেপি এবং কংগ্ৰেস উভয়েই আগামি ১০ দিনের মধ্যে তাদের প্ৰার্থীর নাম ঘোষণা করতে পারে।

বিজেপি সূত্ৰের মতে,পূর্ব ত্ৰিপুরার লোকসভা আসনের জন্য রমাপদ জামাতিয়া ও অতুল দেববর্মার নাম গভীরভাবে বিবেচনা করা হচ্ছে। পশ্চিম ত্ৰিপুরা কেন্দ্ৰের জন্য দলের সাধারণ সম্পাদক প্ৰতিমা ভৌমিক এবং বরিষ্ঠ সাংবাদিক প্ৰণব সরকারের নাম প্ৰথম সারিতে রয়েছে।

ওদিকে কংগ্ৰেস সূত্ৰ জানাচ্ছে,দলের নব নিযুক্ত রাজ্য ইউনিটের প্ৰধান প্ৰদ্যুৎ বিক্ৰম মাণিক্য দেববর্মন এবং প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সমীররঞ্জন বর্মনের নাম উঠেছে দুটো কেন্দ্ৰ থেকে প্ৰতিদ্বন্দ্বিতার জন্য।

সিপিআইএম-এর রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন,‘বিজেপিকে হারাতে এবং কেন্দ্ৰে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্ৰিক সরকার গঠনের জন্য আমরা লোকসভা নির্বাচনে লড়ছি’।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com