দিল্লির নির্মাণ স্থলে টাওয়ার ক্ৰেন মেশিন থেকে পড়ে ইঞ্জিনিয়ার সহ ৪ জন নিহত

দিল্লির নির্মাণ স্থলে টাওয়ার ক্ৰেন মেশিন থেকে পড়ে ইঞ্জিনিয়ার সহ ৪ জন নিহত

দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের(ডিডিএ)একটি নির্মাণ স্থলে ৩৫ ফুট উঁছু টাওয়ার ক্ৰেন মেশিন থেকে নিচে পড়ে একজন ইঞ্জিনিয়ার সহ চার ব্যক্তির মৃত্যু হয়। নারেলার একটি নির্মাণ স্থলে ইঞ্জিনিয়ার এবং কর্মীরা কাজ করছিলেন।

পুলিশের বয়ান অনু্যায়ী,ওই চারজন যখন টাওয়ার ক্ৰেন মেশিনের ভিতর কাজ করছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। ডিডিএ-র একজন বরিষ্ঠ কর্মকর্তা বলেন,ক্ৰেনে একটা হাইড্ৰোলিক লিফট রয়েছে যিটি বিকেল সাড়ে চারটেয় নাগাদ অকেজো হয়ে পড়ে এবং ওই একই সময়ে নিয়মিত দেখভালের কাজ চলার মধ্যেই ঘটনাটি সংঘটিত হয়। ঘটনার প্ৰাথমিক তদন্তের জন্য দুজন সুপারইনটেনডেণ্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

রোহিনীর পুলিশ ডিসিপি রজনীশ গুপ্তা নিহতদের সার্ভিস ইঞ্জিনিয়ার প্ৰমোদ(৩০)এবং তিন শ্ৰমিক উত্তর প্ৰদেশের সনু(২৭)বিহারের সনু(২৫)এবং ঝাড়খণ্ডের রাজকুমার(২৫)বলে শনাক্ত করেছেন। ঘটনার পরপরই চারজনকে সত্যবাদী রাজা হরিশ চন্দ্ৰ হাসপাতালে পাঠানো হলেও তাঁদের মৃত ঘোষণা করা হয়। পুলিশ ঘটনা সংক্ৰান্তে একটি মামলা নথিভুক্ত করেছে। জনৈক পুলিশ আধিকারিক জানান একটি বেসরকারি কোম্পানি ওই এলাকায় নির্মাণ কাজ চালাচ্ছে। ‘নিরাপত্তা সংক্ৰান্ত ব্যবস্থা কোনওভাবে লঙ্ঘন করা হয়েছে কিনা পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। মেকানিক্যাল ইন্সপেকশনের পরই পরিষ্কার বোঝা যাবে আসলে কী ঘটেছিল’।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com