ধলাকাণ্ড নিয়ে ভুল রিপোর্ট পেশ করায় নিয়ার নিন্দা করল আলফা(আই)

ধলাকাণ্ড নিয়ে ভুল রিপোর্ট পেশ করায় নিয়ার নিন্দা করল আলফা(আই)

গুয়াহাটিঃ সংযুক্ত মুক্তি বাহিনী অসম,(আলফা স্বাধীন)আজ এক প্ৰেস বিবৃতিতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে জাতীয় তদন্তকারী সংস্থা(নিয়া)ধলায় পাঁচ ব্যক্তির হত্যাকাণ্ড নিয়ে সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এনে যে প্ৰাথমিক তদন্ত রিপোর্ট দাখিল করেছে তা ভিত্তিহীন ও অসত্য। বিবৃতিতে বলা হয়েছে তিনসুকিয়ার ধলায় ৫ ব্যক্তির হত্যাকাণ্ডে আলফা(আই)যে জড়িত নয় সেব্যাপারে ইতিপূর্বেই স্পষ্টীকরণ দেওয়া হয়েছিল। আলফা উল্টে তদন্তকারী সংস্থাটিকে প্ৰশ্ন করেছে কোন গ্ৰাউন্ডে এবং কিসের ভিত্তিতে হত্যাকাণ্ড নিয়ে তারা সংগঠনকে অভিযুক্ত করেছে। হত্যাকাণ্ডে আলফার(আই)হাত থাকার কি প্ৰমাণ তাদের হাতে আছে তা তারা অসমের মানুষ এবং সংগঠনের সামনে তুলে ধরুক।

প্ৰেস বিবৃতিতে আলফা বলেছে,‘সাম্ৰাজ্যবাদী ভারত সরকারের অধীন তদন্তকারী সংস্থা নিয়া গত ১ নভেম্বর তিনসুকিয়া জেলার ধলায় ৫ ব্যক্তির গণ হত্যাকাণ্ডের জন্য তাদের দাখিল করা তথাকথিত প্ৰাথমিক রিপোর্টে আমাদের অভিযুক্ত করেছে। আমরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোনওভাবেই যে জড়িয়ে নেই সে সম্পর্কে সংগঠনের তরফ থেকে ইতিপূর্বেই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। আজকের প্ৰেস বিবৃতিতেও আমরা জোর গলায় এই অভিযোগ প্ৰত্যাখ্যান করছি এবং নিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছি কিসের ভিত্তিতে তারা সংগঠনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তা অসমের মানুষ ও আমাদের জানাক’। বিবৃতিতে আরও বলা হয়েছে হত্যাকাণ্ডে যখন সরকারি প্ৰশাসন যন্ত্ৰ জড়িত থাকে তখন তদন্তকারী সংস্থাগুলি হত্যাকারীদের নাম প্ৰকাশ করে না। ফলে সত্য কখনও প্ৰকাশ্যে আসে না। আমরা ওই রিপোর্টটি প্ৰত্যাখ্যান করছি,কারণ এটা তাদের প্ৰচারেরই প্ৰতিফলন। রিপোর্টটি মিথ্যে এবং বাস্তবের পরিপন্থী-উল্লেখ করা হয় বিবৃতিতে। অন্য এক বিবৃতিতে শিবসাগরের ডিমৌয়ে গ্ৰেনেড বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে আলফা(আই)।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com