নাগরিকত্ব ইস্যুতে এআইসিসি-র সঙ্গে বৈঠককে রাজনৈতিক রং চড়াবেন না,সোনোয়ালকে বলল আসু

নাগরিকত্ব ইস্যুতে এআইসিসি-র সঙ্গে বৈঠককে রাজনৈতিক রং চড়াবেন না,সোনোয়ালকে বলল আসু

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)বৃহস্পতিবার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের কঠোর সমালোচনা করেছে। নাগরিকত্ব(সংশোধনী)বিল নিয়ে সম্প্ৰতি নয়াদিল্লিতে এআইসিসি সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করায় মুখ্যমন্ত্ৰী আসু নেতাদের সমালোচনা করেছিলেন। তারই প্ৰতিক্ৰিয়া স্বরূপ আসু মুখ্যমন্ত্ৰীর বিরুদ্ধে তোপ দাগে। দ্য সেন্টিনেলের সঙ্গে আলোচনার সময় আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,মুখ্যমন্ত্ৰী আসুর ওই বৈঠককে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করেছেন। ‘আসু কোনও রাজনৈতিক দলের অধীন নয়। তাই ওই ইস্যুতে আমাদের সমালোচনা করে মুখ্যমন্ত্ৰী মোটেই ভাল কাজ করেননি। আমাদের সংস্থা কোনও রাজনৈতিক দলের নীতি অনুসরণ করে চলে না এবং ভবিষ্যতেও আমরা সেটা করবো না’। আসু নেতা আরও বলেন,‘আমরা অসমের মানুষ এবং রাজ্যের ব্যাপক সংখ্যক ভূমিপুত্ৰদের কাজে জবাবদিহি’। অসমের সর্বোচ্চ ছাত্ৰ সংগঠনটির নীতি সম্পর্কে গগৈ উল্লেখ করেন ‘অসমিয়া মানুষের কল্যাণ এবং নিরাপত্তার স্বার্থে একটা শক্তিশালী রাজনৈতিক লবি গঠনে আমরা অবশ্যই জোর দেবো’।

আসু এবং এআইসিসির ওই বৈঠক সম্পর্কে স্পষ্টীকরণ দিয়ে গগৈ বলন,নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯ যাতে কোনওভাবেই রাজ্যসভায় পাস হতে না পারে তা সুনিশ্চিত করতেই আমরা এআইসিসি-র সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। ওই বৈঠকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংসদের উচ্চ সদনে কংগ্ৰেসের ভোট যাতে ওই বিলের বিরুদ্ধে পড়ে। এব্যাপারে আমরা শুধু কংগ্ৰেসই নয়,বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছি বিলের বিরুদ্ধে একটা শক্তপোক্ত লবি গড়ার লক্ষ্যে। কেন্দ্ৰ ওই বিল প্ৰত্যাহার না করা পর্যন্ত এধরনের বৈঠক চলবে’। আসু নেতা সোনোয়ালের সমালোচনা করে আরও বলেন,মুখ্যমন্ত্ৰী যে আসু থেকেই উঠে এসেছেন সেকথা তিনি কি করে বেমালুম ভুলে গেলেন?

‘মুখ্যমন্ত্ৰী এখন ৭১ সালের পর অসমে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার যে চেষ্টা করছেন তা সত্যিই আশ্চর্যের। কিন্তু মুখ্যমন্ত্ৰী যখন আসু নেতা ছিলেন সেই সময় তিনিও অসমে বাংলাদেশিদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন’। গগৈ বলেন,সোনোয়াল কিভাবে দুমুখো নীতি নিয়ে চলছেন,রাজ্যের ব্যাপক সংখ্যক মানুষই তা দেখছেন। শুধু ক্ষমতা ধরে রাখার তাগিদেই তিনি এখন পাল্টি খেয়েছেন। বিজেপির চাঁছাছোলা সমালোচনা করে লুরিনজ্যোতি বলেন,‘আসু সোনোয়ালের মাতৃস্বরূপ হওয়া সত্ত্বেও কিছু বিজেপি নেতা এবং কর্মী আসুর পতাকা পা দিয়ে মাড়িয়েছেন। গগৈ আরও বলেন,সোনোয়াল বিধায়ক,সাংসদ,কেন্দ্ৰীয় মন্ত্ৰী হয়েছেন এবং এখন রাজ্যের মুখ্যমন্ত্ৰী পদে বহাল রয়েছেন। তাঁর রাজনৈতিক জীবনের উত্থানে আসুর কোনও অবদান নেই একথা সোনোয়াল দাবি করতে পারেন কি?

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com