নাগরিক বিল নিয়ে জেপিসি-র আলোচনা অর্ধসমাপ্ত,ফের বৈঠক ২৭ নভেম্বর

নাগরিক বিল নিয়ে জেপিসি-র আলোচনা অর্ধসমাপ্ত,ফের বৈঠক ২৭ নভেম্বর

নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)বৈঠক অসমাপ্তভাবে শেষ হয়েছে। এদিন সংসদভবনে আলোচনাকালে অসম গণ পরিষদের(অগপ)সদস্যরা বিতর্কিত বিলটির বিরুদ্ধে শ্লোগান দেন।

যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)চেয়ারম্যান রাজেন্দ্ৰ আগরওয়াল বলেন,কমিটি এই ইস্যু নিয়ে আগামি ২৭ নভেম্বর ফের বৈঠকে বসবে। তবে প্ৰস্তাবিত ওই বৈঠকের আগে নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কমিটির সব সদস্যদের উদ্দেশে নোটিশ দেওয়া হবে। ‘কমিটির সদস্যরা বিলে কী ধরনের সংশোধন চাইছেন তা জানতে চেয়ে এরআগে জেপিসি কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছিল। কিছু কমিটির সব সদস্য ওই নোটিশ না পাওয়ায় মঙ্গলবারের বৈঠকে বিল সংশোধন নিয়ে বিশেষ কোনও আলোচনা হয়নি। ফলে বিল সংশোধন নিয়ে কোনও ঐকমত্যে পৌঁছনো যায়নি এদিন। এরই পরিপ্ৰেক্ষিতে কমিটি আগামি ২৭ নভেম্বর ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। প্ৰয়োজন হলে কমিটি আগামি ৬ ডিসেম্বর তৃতীয় দফায় বৈঠকে মিলিত হবে বিলটি সংশোধন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর লক্ষ্যে’-বলেন জেপিসি-র একজন সদস্য।

জেপিসি-র চেয়ারম্যান আগরওয়াল নাগরিকত্ব বিল নিয়ে আলোচনার জন্যই এদিনের এই বৈঠকে ডেকেছিলেন। বৈঠক শুরুর আগে রাজ্যের মন্ত্ৰী অতুল বরার নেতৃত্বে অগপ-র একটি প্ৰতিনিধিদল সংসদ ভবনের বহিরেও বিতর্কিত বিলের বিরোধিতা করতে বিভিন্ন দলের সাংসদদের বোঝানোর চেষ্টা করেন। অগপ-র প্ৰতিনিধিদলে ছিলেন মন্ত্ৰী কেশব মহন্ত,বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতা,মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী ও প্ৰাক্তন সাংসদ বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য। বৈঠকে অসমের কংগ্ৰেস সাংসদ ভুবনেশ্বর কলিতা,সুস্মিতা দেব ও বিজেপি-র রমেন ডেকাকেও উপস্থিত থাকতে দেখা গেছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com