পতঞ্জলি থেকে বহিষ্কার করা হলো সীতানাথ বরালকে

পতঞ্জলি থেকে বহিষ্কার করা হলো সীতানাথ বরালকে

দরঙের দুনি ভেরুয়ায় যোগ শিবিরে মহাপুরুষ শ্ৰীমন্ত শঙ্করদেবের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা বাবা রামদেবের শিষ্য তথা পতঞ্জলির যোগ নির্দেশক সীতানাথ বরালকে অবশেষে পতঞ্জলি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সীতানাথকে পতঞ্জলি থেকে বহিষ্কারের কথা প্ৰকাশ করেন পতঞ্জলি প্ৰতিষ্ঠাতা যোগগুরু বাবা রামদেব।

‘শঙ্করদেব তেমন কোন বড়মাপের পণ্ডিত নন,নাম ঘোষায় কিছুই নেই,নামঘরে মূর্খরাই প্ৰদীপ জ্বালায়’ ইত্যাদি মন্তব্য করেছিলেন সীতানাথ। বিতর্কিত এই মন্তব্যের জন্য প্ৰচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে অসমের বিভিন্ন দল-সংগঠন। বরালের এহেন মন্তব্যের জন্য সমগ্ৰ পতঞ্জলি যোগপীঠ পরিবার লজ্জিত বলে উল্লেখ করেছেন রামদেব।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com