পুব ত্ৰিপুরা লোকসভা কেন্দ্ৰের নির্বাচনের জন্য জোর নিরাপত্তা ব্যবস্থা

পুব ত্ৰিপুরা লোকসভা কেন্দ্ৰের নির্বাচনের জন্য জোর নিরাপত্তা ব্যবস্থা

আগরতলাঃ নির্বাচন কমিশন ত্ৰিপুরা পুব লোকসভা আসনের নির্বাচনের জন্য অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করেছে। আগামিকাল অনুষ্ঠেয় এই আসনের নির্বাচন নির্বিঘ্নে সারতে ৯,৩০০ ট্ৰুপার মোতায়েন করা হয়েছে। এই আসনে নির্বাচন হবার কথা ছিল গত ১৮ ফেব্ৰুয়ারি। কিন্তু পরিবেশ নির্বাচনের অনুকুলে না থাকার রিপোর্টের পরিপ্ৰেক্ষিতেই ১৮ এপ্ৰিলের নির্বাচন পিছিয়ে দিয়ে ২৩ এপ্ৰিল ধার্য করে কমিশন।

আগামিকালের এই নির্বাচনের জন্য ৫,৩০০ কেন্দ্ৰীয় আধা সামরিক বাহিনী ও ৪,০০০ ত্ৰিপুরা স্টেট রাইফেল(টিএসআর)জওয়ান মোতায়েন করা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। পুলিশের একজন বরিষ্ঠ কর্মকর্তা জানান,নিরাপত্তা বাহিনীর মধ্যে সামিল রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী(বিএসএফ),আসাম রাইফেলস,ইন্দো-তিবেতিয়ান সীমান্ত পুলিশ(আইটিবিপি),সিআরপিএফ এবং টিএসআর।

আগামিকালের নির্বাচনের জন্য ছয় জেলার ১,৬৪৫টি নির্বাচনী বুথে এই বাহিনীগুলি মোতায়েন করা হচ্ছে। সংসদীয় কেন্দ্ৰের রিটার্নিং অফিসার বিকাশ সিং আইএএনএসকে একথা জানান। সিং ধলাই জেলার জেলা ম্যাজিস্ট্ৰেট ও কালেক্টর। তিনি বলেন,ভোটারদের মধ্যে আস্থার ভাব গড়ে তুলতে কেন্দ্ৰীয় বাহিনী অত্যন্ত স্পর্শকাতর,স্পর্শকাতর ও প্ৰত্যন্ত এলাকায় ঘনঘন টহল দিচ্ছে। তারা ভোটারদেরও নিরাপত্তা দেবে। ত্ৰিপুরা পূর্ব লোকসভা কেন্দ্ৰে ভোটার রয়েছেন ১২,৫৭,৯৪৪ জন। এর মধ্যে মহিলা হলেন ৬,২০,২৯১ জন। পুব ত্ৰিপুরা আসনে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্ৰার্থী। এরমধ্যে দুজন মহিলা প্ৰার্থীও রয়েছেন। যে তিন প্ৰার্থীর মধ্যে মূল লড়াই হবে তারা হলেন সিপিআই(এম)এর বর্তমান সাংসদ জিতেন্দ্ৰ চৌধুরী,বিজেপির রেবতী ত্ৰিপুরা ও কংগ্ৰেসের মহারাজ কুমারী প্ৰজ্ঞা দেব বর্মন। ত্ৰিপুরায় লোকসভার আসন দুটি। পশ্চিম ত্ৰিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১১ এপ্ৰিল।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com