পোল্যান্ডের কাছে ০-১ হেরেও জাপান বিশ্বকাপের প্ৰি কোয়ার্টারে

পোল্যান্ডের কাছে ০-১ হেরেও জাপান বিশ্বকাপের প্ৰি কোয়ার্টারে

মস্কোর ভলগোগার্ড-এ বৃহস্পতিবার পোল্যান্ডের কাছে ১-০ হেরেও জাপান ফেয়ার প্লে-র দৌলতে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের প্ৰি-কোয়ার্টার ফাইনালে। গ্ৰুপ এইচ থেকে দ্বিতীয় দল হিসেবে এশিয়ার আশা জিইয়ে রাখল জাপান। এশিয়ার আরও দুই দল ইরান ও দক্ষিণ কোরিয়া গ্ৰুপ পর্যায়ে সেরাটা উজাড় করে দিলেও শেষ ষোলোয় ঠাঁই করে নিতে পারেনি। এই গ্ৰুপের দুম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকায় শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে ড্ৰ করলেই প্ৰি-কোয়ার্টারের টিকিট নিশ্চিত হয়ে যেত জাপ দলের। প্ৰথম দুই ম্যাচে হেরে পোল্যান্ডের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল আগেই। বৃহস্পতিবারের ম্যাচটা ছিল পোল্যান্ডের কাছে মর্যাদার লড়াই। আর সেই মর্যাদা রক্ষা করেই বিশ্বকাপ থেকে বিদায় নিল পোলান্ড। এদিন ম্যাচের প্ৰথমার্ধে জাপানই মাঠ শাসন করে। পোল্যান্ডের গোলমুখে বার কয়েক আক্ৰমণ করেও মুতো,ওকাজাকিরা স্কোর করতে পারেননি। ম্যাচের ৩২ মিনিটে পোল্যান্ড গোল পেয়েই যেত যদি না কাওয়াসিমা গ্লোসিকির হেড সেভ করতেন। প্ৰথমার্ধ গোলশূন্যভাবে গড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে ফ্ৰিকিক নেন কুরজাওয়া। সেই এরিয়েল বলটা জাপানের নেটে ঠেলে দেন জান বেনারেক। এই গোলের ফলে গ্ৰুপের শীর্ষ স্থান থেকে জাপান নেমে আসে ৩ নম্বরে। তবে অন্য ম্যাচে সেনেগালের বিরুদ্ধে কলম্বিয়া এগিয়ে যাওয়ায় জাপান উঠে আসে দ্বিতীয় স্থানে। দুই দলের পয়েন্ট ও গোলের পার্থক্যও একই দাঁড়ায়। কিন্তু সেনেগালের চেয়ে কম হলুদ কার্ড দেখায় ফিফার নিয়ম অনুযায়ী ফেয়ার প্লের জন্য গ্ৰুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠে আসে জাপান।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com