প্ৰকৃতিপ্ৰেমী বুদ্ধদেব সাহা মৃত্যুর সঙ্গে লড়ছেন,আর্থিক সাহায্যের আবেদন

প্ৰকৃতিপ্ৰেমী বুদ্ধদেব সাহা মৃত্যুর সঙ্গে লড়ছেন,আর্থিক সাহায্যের আবেদন

বঙাইগাঁওঃ রাজ্য সরকারের বহুমুখী স্বাস্থ্যকর্মী বঙাইগাঁওয়ের বাসিন্দা বুদ্ধদেব সাহা বর্তমানে হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছেন। পরিবেশ ও বন্যজীবনের দেখভালের কাজে নিযুক্ত ন্যাচার ফোস্টার নামে একটি এনজিও-র সক্ৰিয় সদস্য তিনি। বুদ্ধদেব এবছর ৪০-এ পা দিয়েছেন। লিভার সিরোসিসে আক্ৰান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী রয়েছেন।

অত্যধিক মদ খাওয়ার ফলে সাধারণত লিভার সিরোসিসের মতো রোগ হয়ে থাকে। কিন্তু বুদ্ধদেব মদের ধারে কাছেও ঘেঁষতেন না। বঙাইগাঁওয়ের বিশিষ্ট চিকিৎসক ডা.সমিক দেব বলেন,অশোধিত জল খাওয়ার ফলেও এমন রোগ হতে পারে। বুদ্ধদেবের স্ত্ৰী মৌ বলেছেন,চিকিৎসার জন্য প্ৰচুর টাকার প্ৰয়োজন। টাকা জোগাড় করতে পরিবারটি হিমশিম খাচ্ছে। বুদ্ধদেবের বন্ধুরা জানান,তার লিভার ৮০ শতাংশ নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচাতে লিভার ট্ৰ্যান্সপ্লেন্টের প্ৰয়োজন।

হায়দরাবাদে ডাক্তাররা তার লিভার ট্ৰ্যান্সপ্লেন্ট করার পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে বুদ্ধদেবকে বঙাইগাঁওয়ে ফিরে আসতে হয়েছে। বর্তমানে বুদ্ধদেব গুয়াহাটির অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন। লিভার ট্ৰ্যান্সপ্লেন্টের জন্য নিদেন পক্ষে ৩৫ লক্ষ টাকার প্ৰয়োজন। প্ৰকৃতিপ্ৰেমীর জীবন বাঁচাতে পরিবার ও বন্ধুরা অনলাইনে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com