প্ৰথম দফা নির্বাচনের ইভিএমগুলি রাখতে ২২টি স্ট্ৰংরুম

প্ৰথম দফা নির্বাচনের ইভিএমগুলি রাখতে ২২টি স্ট্ৰংরুম

গুয়াহাটিঃ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া পাঁচটি লোকসভা আসনের নির্বাচনের সময় ব্যবহৃত ইভিএমগুলি রাখার জন্য রাজ্য নির্বাচন বিভাগ কেন্দ্ৰগুলির বিভিন্ন স্থানে ২২টি স্ট্ৰং রুম স্থাপন করেছে। যে পাঁচ কেন্দ্ৰে নির্বাচন হয়েছে সেগুলি হলো তেজপুর,কলিয়াবর,যোরহাট,ডিব্ৰুগড় ও লখিমপুর। নির্বাচনে ভোটারদের ব্যবহৃত সহস্ৰাধিক ইভিএম মেশিন এই স্ট্ৰং রুমগুলিতে রাখা হয়েছে।

স্ট্ৰং রুমগুলি পাহারার জন্য ত্ৰিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। অসম পুলিশ,অন্যান্য নিরাপত্তা রক্ষী এবং কেন্দ্ৰীয় সশস্ত্ৰ পুলিশ বাহিনীর জওয়ানরা রাত দিন ২৪ ঘন্টা এই স্ট্ৰং রুমগুলি পাহারা দেবে। তাছাড়া স্ট্ৰং রুমগুলিতে সিসিটিভিও বসানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরাও নির্দিষ্ট দূরত্ব থেকে স্ট্ৰং রুমগুলির প্ৰতি নজর রাখতে পারবেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com