প্ৰাকৃতিক দুর্যোগের মোকাবিলায় পিছিয়ে রয়েছে উ.পূর্ব

প্ৰাকৃতিক দুর্যোগের মোকাবিলায় পিছিয়ে রয়েছে উ.পূর্ব

উত্তরপূর্ব প্ৰাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্ৰে অত্যন্ত স্পর্শকাতর হওয়া সত্ত্বেও এধরনের দুর্যোগ ঠেকাতে সক্ৰিয় পদক্ষেপ গ্ৰহণে তারা অনেকটাই পিছিয়ে রয়েছে।স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের প্ৰস্তুত করা ডিজেস্টার রেসিলিয়েন্ট ইনডেক্সে এই তথ্য প্ৰকাশ্যে আসে।২৯ রাজ্য,৭টি কেন্দ্ৰশাসিত অঞ্চলের প্ৰাকৃতিক দুর্যোগ নিয়ে প্ৰস্তুত করা ওই ইডেক্সটি সম্প্ৰতি প্ৰকাশ করে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক।দুর্যোগের মোকাবিলায় প্ৰস্তুতির ক্ষেত্ৰে উত্তরপুব নিম্নস্থানে রয়েছে।ভূমিকম্প,বন্যা ও ভূমিস্খলনের ক্ষেত্ৰে অসম চতুর্থ স্থানে রয়েছে বলে ইনডেক্সে প্ৰকাশ।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com