ফ্ৰান্স-ডেনমার্কের ম্যাচ গোলশূন্যভাবে ড্ৰ,রাউন্ড ১৬তে পৌঁছল দুটো দলই

ফ্ৰান্স-ডেনমার্কের ম্যাচ গোলশূন্যভাবে ড্ৰ,রাউন্ড ১৬তে পৌঁছল দুটো দলই

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপে ফ্ৰান্স-ডেনমার্কের গ্ৰুপ-সি-র ম্যাচটি মঙ্গলবার গোলশূন্যভাবে ড্ৰ হয়। ম্যাচ শেষপর্যন্ত অমীমাংসিত থাকলেও দুটো দল রাউন্ড ১৬তে খেলার ছাড়পত্ৰ আদায় করে নেয়। দিদিয়ারের দল ফ্ৰান্স ম্যাচ শুরুর আগেই ৭ পয়েণ্ট হাতে থাকার সুবাদে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে খেলার রাস্তা পাকা করে নিয়েছিল। তবে এই ম্যাচ ড্ৰ করাটা প্ৰয়োজন ছিল ডেনমার্কের। ম্যাচ ড্ৰ হওয়ায় ৫ পয়েণ্টে তারা গ্ৰুপের দ্বিতীয় স্থানে থাকে। গ্ৰুপ-সি-র অন্য একটি ম্যাচে পেরু ২-০ গোলে অস্ট্ৰেলিয়াকে হারিয়ে ৩ পয়েণ্ট নিয়ে গ্ৰুপে তৃতীয় স্থান পায়। তবে এবারের বিশ্বকাপে এই দুই দলের দৌড়ের যবনিকা পড়ে এখানেই। ফ্ৰান্স-ডেনমার্কের ম্যাচটি বিশ্বকাপে এবার প্ৰথম গোলশূন্য ম্যাচ। ফুটবল শুধু বিচক্ষণতা,বুদ্ধিমত্তার খেলা নয়,অঙ্কেরও খেলা। ফ্ৰান্স-ডেনমার্কের ম্যাচে অঙ্কটাই বেশি কাজ করেছে। সারা ম্যাচে ফরাসিরা চারবার ডেনমার্কের গোলে শট দেগেছে। ওদিকে ডেনমার্কও আক্ৰমণে ততটা শক্তি খরচ করেনি। পেরুর বিরুদ্ধে ০-২ গোলে অস্ট্ৰেলিয়া হেরে যাওয়ায় ডেনমার্কের সমস্ত আশঙ্কা দূর হয়ে যায়। ফ্ৰান্সের তারকা ফুটবলার অ্যান্টনিও গ্ৰিজম্যানকেও এদিন লড়াকু মেজাজে দেখা যায়নি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com