বটদ্ৰবায় ১১টি বিভিন্ন সড়ক প্ৰকল্পের শিলান্যাস করলেন বিধায়িকা আঙুরলতা

বটদ্ৰবায় ১১টি বিভিন্ন সড়ক প্ৰকল্পের শিলান্যাস করলেন বিধায়িকা আঙুরলতা

বটদ্ৰবাঃ বটদ্ৰবার বিধায়িকা আঙুরলতা ডেকা রবিবার বটদ্ৰবা কেন্দ্ৰের বিভিন্ন স্থানে ১১টি বিভিন্ন সড়ক প্ৰকল্পের শিলান্যাস করেন। প্ৰকল্পগুলি হলো শিলপুখুরি সোনারুগুড়ি লিংক রোড,চাবুকধরা-চুরাটুবরি লিংক রোড,চারিপুনিয়া,কাপাহেরা-বরহুলাং রোড,কোহুয়াটি খলাপিয়া সংযোগী সড়ক,বগরিগুড়ি-হাজি সত্ৰ রোড,পালহালি-ইটাখুলিয়া সড়ক ইত্যাদি। এসওপিডি এবং পিএমজিএসওয়াই স্কিমের অধীনে আনুমানিক ১৭.১৭ কোটি টাকা ব্যয়ে এই সড়কগুলি নির্মাণ করা হবে।

আঙুরলতা স্কুটি চালিয়ে দলীয় কর্মীদের সঙ্গে ওই স্থানগুলিতে গিয়ে পৌঁছেন। এসম্পর্কে বিধায়িকা আঙুরলতা সড়ক প্ৰকল্পগুলি মঞ্জুর হওয়ায় সন্তোষ প্ৰকাশ করে পূর্তমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। আঙুরলতা বলেন,সড়কের অভাবে গ্ৰামগঞ্জের মানুষ এতদিন দুর্ভোগ ভুগেছেন। তবে এখন এই সড়কগুলি নির্মাণ হলে তাঁদের কষ্ট দূর হবে। তিনি স্থানীয় জনগণকে ঠিকাদারের সঙ্গে সহযোগিতা করারও আহ্বান জানান। কারণ ঠিকাদাররাই এই প্ৰকল্পগুলির কাজ দ্ৰুত রূপায়ণ করবেন। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগাঁও গ্ৰামীণ সড়ক ডিভিশনের কর্মকর্তা,বটদ্ৰবার বিজেপি কর্মী এবং স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com