বরাক ফুঁসছে,ফেরি সেবা বন্ধ

বরাক ফুঁসছে,ফেরি সেবা বন্ধ

শিলচরঃ অববাহিকা অঞ্চলে ভারী বৃষ্টির জন্য বরাক ও শাখা নদীগুলির জল ফুলেফেঁপে উঠেছে। উপত্যকার বিভিন্ন নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়েছে। বহু বাড়ি ও খেতের ফসল ডুবে গেছে। হাইলাকান্দি জেলায় ধলেশ্বরী ও কাটাখালের কূল ছাপানো জলে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। পাথারকান্দি ও নিলামবাজারের মধ্যে ৬নং জাতীয় সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় বরাক উপত্যকা ও ত্ৰিপুরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে বরাকের জল বাড়ছে। বরাকে ২১টি ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com