বিলের বিরুদ্ধে লবি গড়তে দিল্লি গেলেন অগপ প্ৰ্তিনিধিদল

বিলের বিরুদ্ধে লবি গড়তে দিল্লি গেলেন অগপ প্ৰ্তিনিধিদল

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)সভাপতি অতুল বরার নেতৃত্ব উচ্চ পর্যায়ের একটি দল বৃহস্পতিবার নয়াদিল্লি পাড়ি দিয়েছেন। নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র বিরুদ্ধে শক্তিশালী লবি গড়াই দলের দিল্লি যাওয়ার মোক্ষম উদ্দেশ্য। সংসদের চলতি বাজেট অধিবেশনে বিলটি রাজ্যসভায় পাস করানোর জন্য কেন্দ্ৰের বিজেপি সরকার তোড়জোড় চালাচ্ছে। উল্লেখ্য,বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট আধিবেশন। আঞ্চলিক দলের প্ৰতিনিধিরা রাজ্যসভায় বিলের বিরদ্ধে সমর্থন কুড়োতে ইউপিএ এবং এনডিএ-র শরিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবে। অগপ প্ৰতিনিধদলের দিল্লি যাওয়ার মূল উদ্দেশ্য হলো,উচ্চ সদনে বিলটি যাতে কোনওভাবে পাস না হয় তা সুনিশ্চিত করা।

বৃহস্পতিবার এখানে এক সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ অগপ নেতা তথা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত বলেন,‘বিশেষ করে অসম এবং উত্তর পূর্বাঞ্চলের আম জনতা যখন বিলের বিরুদ্ধে সোচ্চার প্ৰতিবাদ জানাচ্ছেন সেসময় কেন্দ্ৰীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল এই অঞ্চলের মানুষের ওপর চাপিয়ে দেওয়া কোনওভাবেই উচিত হবে না। গণতন্ত্ৰে ব্যাপক সংখ্যক মানুষের আওয়াজকে মর্যাদা দেওয়া উচিত। ১৯৭১ সালের ২৪ মার্চ মাঝ রাতের পর অসমে আসা সব বিদেশিদের শনাক্ত করে রাজ্য থেকে বহিষ্কার করতে হবে’।

বর্তমানে রাজ্যের বিভিন্ন প্ৰান্তে আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি প্ৰসঙ্গে মহন্ত বলেন,কিছু বিজেপি নেতার উস্কানিমূলক বক্তব্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। বিজেপির উচিত এধরনের সদস্যদের দল থেকে ছেঁটে ফেলা। পরিস্থিতি যদি আরও খারাপের দিকে মড় নেয় তাহলে সরকারই তারজন্য দায়ী থাকবে-বলেন মহন্ত।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com