বিশ্বজিৎ পেগু কামরূপের(মেট্ৰো)জেলাশাসকের কার্যভার বুঝে নিলেন

বিশ্বজিৎ পেগু কামরূপের(মেট্ৰো)জেলাশাসকের কার্যভার বুঝে নিলেন

গুয়াহাটিঃ বিশ্বজিৎ পেগু মঙ্গলবার কামরূপ(মেট্ৰো)জেলার নতুন জেলাশাসকের কার্যভার বুঝে নিয়েছেন। তিনি ২০০৮ ব্যাচের আইএএস আধিকারিক। এর আগে পেগু নগাঁওয়ের জেলাশাসকের দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ১৯ জানুয়ারি অসম সরকার আমলা পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটায়। ওই সমই পেগুকে কামরূপের(মেট্ৰো)জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছিল। ওই নির্দেশে রাজ্য সরকার মোট ৩৮জন আমলাকে বদলি ও পোস্টিং করেছিল। ‘কামরূপের(মেট্ৰো)জেলাশাসক হওয়াটা আমার স্বপ্ন ছিল এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জও বটে। তাই এই গুরু দ্বায়িত্ব পালন এবং বিভিন্ন সমস্যা মেটাতে আমি যথাসাধ্য চেষ্টা করবো’-মন্তব্য করেন পেগু।

ওদিকে সোমবার নগাঁওয়ের জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে বদলি হয়ে যাওয়া বিশ্বজিৎ পেগুর হাত থেকে নগাঁওয়ের জেলাশাসকের কার্যভার বুঝে নিয়েছেন যাদব শইকিয়া। জেলাশাসকের কার্যালয়ের কর্মীরা এদিন নতুন জেলাশাসককে স্বাগত জানান।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com