ভিয়েতনামে প্ৰবল বৃষ্টি ও ধসে নিহত ১৩

ভিয়েতনামে প্ৰবল বৃষ্টি ও ধসে নিহত ১৩

গুয়াহাটিঃ ভিয়েতনামে আবিশ্ৰান্ত বৃষ্টিপাতে রিসোর্ট সিটি নাহা ট্ৰাং শহরে ব্যাপক ধস নামায় ব্যাপক ক্ষতি হয়েছে। ধসে চাপা পড়ে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। ঝড় বৃষ্টিতে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে আরও চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভয়ঙ্কর ভূমিস্খলনে বেশকিছু বাড়ি ভেঙে পড়ে। ধসের নিচে চাপা পড়েন অনেক মানুষ।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হতাহতদের উদ্ধার অভিযান চালাচ্ছে। আহত যে কজনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে,তাদের হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন,প্ৰায় ৬০০ সেনা জওয়ান হতাহতদের উদ্ধার অভিযান চালাচ্ছে। সেনা জওয়ান ঝুঁকিপূর্ণ স্থানগুলি থেকে মানুষজনকে নিরাপদ আস্তানায় সরিয়ে নিয়েছে। ভিয়েতনাম এম নিতেই ঝড় ও বন্যা প্ৰবণ অঞ্চল। প্ৰতিবছরই ভিয়েতনামে প্ৰাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ নিহত হন এবং এটা ভিয়েতনামের একটা জ্বলন্ত ইস্যু। জাতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে,প্ৰচণ্ড বৃষ্টির জন্য হোয়া বিন,সনলা,লাইচাউ এবং লাংসন প্ৰদেশে নতুন করে বন্যার তাণ্ডব শুরু হতে পারে। ভিয়েতনামে গত বছরও বন্যা,ভূমিস্খলনের মতো প্ৰাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিলেন বহু লোক।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com