মীরাটের গণ হত্যাকাণ্ড নিয়ে উত্তরপ্ৰদেশ পুলিশের ১৬ জন কর্মীকে যাবজ্জীবনের নির্দেশ দিল্লি হাইকোর্টের

মীরাটের গণ হত্যাকাণ্ড নিয়ে উত্তরপ্ৰদেশ পুলিশের ১৬ জন কর্মীকে যাবজ্জীবনের নির্দেশ দিল্লি হাইকোর্টের

গুয়াহাটিঃ দিল্লি হাইকোর্ট বুধবার উত্তরপ্ৰদেশ পুলিশের ১৬ জন কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। মীরাটে ৪২ জন ব্যক্তির গণ হত্যাকাণ্ডে জড়িত ও ষড়যন্ত্ৰের অভিযোগে উত্তরপ্ৰদেশ সরকারের দাখিল করা এক মামলার প্ৰেক্ষিতে দিল্লি হাইকোর্ট ওই রায় দেয়।

১৯৮৭ সালে মীরাটের হাসিমপুরায় ৪২ জন ব্যক্তির গণ হত্যাকাণ্ডের দায়ে প্ৰভিনশিয়াল আর্মড কনস্টেবুলারির(পিএসি)ওই ১৬ জন কর্মীর বিরুদ্ধে এই সাজা শোনায় আদালত।

বিচারপতি এস মুরলীধর এবং বিচারপতি বিনোদ গোয়েলকে নিয়ে গঠিত একটি বেঞ্চ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া সাজার রায় দিয়ে বলেছে,‘হাসিমপুরার সংখ্যালঘু সম্প্ৰদায়ের নিরস্ত্ৰ ও নিরীহ ৪২ জন ব্যক্তিকে খুন করা হয়েছিল। নিহতদের পরিবার গত ৩১ বছর ধরে ন্যায়ের প্ৰতীক্ষায় ছিলেন’।

উল্লেখ্য,এর আগে ট্ৰায়াল কোর্টে এই মামলার বিচারে অভিযুক্ত পুলিশ কর্মীরা দোষী নয় বলে রায় দেওয়া হয়েছিল। এই রায়ের বিরুদ্ধে উত্তরপ্ৰদেশ সরকার গত সপ্তাহে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়। গণ হত্যাকাণ্ডের মুখ থেকে বেঁচে যাওয়া জনৈক জুলফিকার নাসির,জাতীয় মানবাধিকার কমিশন(এনএইচআরসি)এবং কিছু বেসরকারি সংস্থা ওই মামলা নিয়ে হাইকোর্টে আপিল করেছিল।

মামলার রায় শোনার পর বিজেপি নেতা সুব্ৰহ্মনিয়াম স্বামী বলেছেন,তিশ হাজারি বিশেষ আদালত ৮৭ সালে হাসিমপুরের ভ্ৰাতৃঘাতী মামলা নিয়ে ওই ১৬ জন পিএসি কর্মীকে খালাস করে দিয়েছিল। পরে আমার প্ৰস্তাবটি হাইকোর্ট গ্ৰহণ করে তিস হাজারির রায়টি একপাশে ঠেলে দিয়ে দোষীদের শাস্তির নির্দেশ দেয়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com