মেঘালয়ে সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত হয়ে প্ৰথম মৃত্যু

মেঘালয়ে সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত হয়ে প্ৰথম মৃত্যু

মেঘালয়ে সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত হয়ে চলতি মরশুমে এই প্ৰথম এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো। সোয়াইন ফ্লুতে(এইচ১এন১)আক্ৰান্ত হয়ে এক মহিলা শহরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য। রবিবার রোগিণীর মৃত্যু হয়। ৫৮ বছর বয়সী মহিলাটি গত ১৭ অক্টোবর নজারেথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোগীর সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত হওয়ার লক্ষণগুলি স্পষ্ট ধরা পড়েছিল। জর,কফ,দুর্বলতা এবং শ্বাসকষ্টে ভুগছিলেন মহিলাটি। পুনেতে ছেলের ওখান থেকে ফিরে আসার পরই মহিলাটি এই রোগে আক্ৰান্ত হন।

এই হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত আরও একজন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক পরীক্ষায় এইচ১এন১-এর জীবাণু ধরা পড়েছে। ২৯ বছর বয়সী এই মহিলা মুম্বই থেকে শিলঙে এসেছেন ক্যাথলিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য। বর্তমানে মহিলাটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মহিলাও জ্বর,দুর্বলতা ও মাথাব্যথায় ভুগছেন,যা সোয়াইন ফ্লুর স্পষ্ট লক্ষণ। শহরে সোয়াইন ফ্লুর দুটো কেস ধরা পড়ার পর স্বাস্থ্য সচিব প্ৰবীণ বকসি এব্যাপারে চিকিৎসার জন্য প্ৰস্তুত থাকতে সব হাসপাতালকে সতর্ক করে দিয়েছেন।এই রোগের মোকাবিলায় রাজ্য সরকারের সক্ষমতার কথা উল্লেখ করে বকসি বলেন,এইচ১এন১-এর চিকিৎসার জন্য রাজ্যে পর্যাপ্ত পরিমাণে টামিফ্লু ট্যাবলেট রয়েছে। তিনি বলেন-‘সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত দুটি কেস ধরা পড়লেও এই রোগের মোকাবিলার জন্য আমরা পুরো প্ৰস্তুত রয়েছে’।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com