মেহুল চোকসির প্ৰত্যাবর্তনে স্বরাজকে সহযোগিতার আশ্বাস অ্যান্টিগুয়ার বিদেশ মন্ত্ৰীর

মেহুল চোকসির প্ৰত্যাবর্তনে স্বরাজকে সহযোগিতার আশ্বাস অ্যান্টিগুয়ার বিদেশ মন্ত্ৰীর

নয়াদিল্লিঃ অ্যান্টিগুয়ার বিদেশমন্ত্ৰী আজ ভারতের বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজকে আশ্বাস দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৪ হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনার মূল অভিযুক্ত মেহুল চোকসির ভারতে প্ৰত্যাবর্তনের ব্যাপারে তার সরকার সবরকমের সহযোগিতা করবে। রাষ্ট্ৰপুঞ্জের সাধারণ সভার ৭৩তম অধিবেশনের ফাঁকে অ্যান্টিগুয়ার বিদেশ মন্ত্ৰী এপ চেট গ্ৰিন চোকসিকে ফেরত পাঠানো সম্পর্কে ভারতকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,এক্ষেত্ৰে কিছু আইনি বাধ্যবাধকতা ও আদালতের প্ৰক্ৰিয়া রয়েছে,যা অ্যান্টিগুয়াকে প্ৰথমে পরীক্ষা করে দেখতে হবে।

বিদেশ মন্ত্ৰকের মুখপাত্ৰ রভেশ কুমার সাংবাদিকদের বলেন,সুষমা স্বরাজ অ্যান্টিগুয়ার বিদেশমন্ত্ৰীকে চোকসির প্ৰত্যাবর্তনের বিষয়টি তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন। জবাবে গ্ৰিন বলেছেন,তাঁর সরকার যত তাড়াতাড়ি সম্ভব একাজ সম্পন্ন করার চেষ্টা করবে। মুখপাত্ৰটি বলেন,এধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com