মোদিই ফের ক্ষমতায় আসছেন,বললেন অমিত

মোদিই ফের ক্ষমতায় আসছেন,বললেন অমিত

অমৃতসরঃ কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্ৰাসী হামলায় শহিদ হওয়া ৪০ জন সিআরপিএফ জওয়ানের আত্মত্যাগ বৃথা যাবে না। জঙ্গিদের এমন শিক্ষা দেওয়া হবে যা চিরদিন তারা স্মরণে রাখবে। রবিবার একথা বলেন,ভারতীয় জনতা পার্টির(বিজেপি)সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

’৪০ শহিদের ঝরানো রক্ত কখনোই বৃথা যাবে না। সরকার জঙ্গিদের শিক্ষা দেবেই’-লোকসভা নির্বাচনের আগে এখানে এক সমাবেশে কথাগুলি বলেন শাহ। তিনি বলেন,একমাত্ৰ প্ৰধানমন্ত্ৰী মোদির নেতৃত্বেই বিজেপি কেন্দ্ৰে একটা সবল ও স্থিতিশীল সরকার গড়তে পারে। মোদিই পারবেন দেশকে অগ্ৰগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। দেশের পরবর্তী প্ৰধানমন্ত্ৰী মোদিই হচ্ছেন-বলেন শাহ।

এদিন বিরোধীদের একহাত নিয়ে শাহ বলেন,বিরোধীরা মহাজোট গড়ার প্ৰস্তাব রাখলেও শীর্ষ পদের জন্য কোনও নেতার নাম তারা ঘোষণা করেনি। তাছাড়া এধরনের মহাজোট দেশকে এগিয়ে নিতে পারবে না উল্লেখ করে শাহ বলেন,(২০০৪-১৪)সালের মধ্যে ইউপিএ নেতৃত্বাধীন কংগ্ৰেস সরকারের আমলে যেখানে ১২ লক্ষ কোটি টাকার কেলেংকারি ঘটেছে সেখানে বিরোধীরা মোদির বিরুদ্ধে এক পয়সারও দুর্নীতির অভি্যোগ আনতে পারবে না। ‘পঞ্জাবের প্ৰসঙ্গ উত্থাপন করে শাহ অভিযোগ করেন,ওই রাজ্যের মুখ্যমন্ত্ৰী অমরিন্দর সিং নেতৃত্বাধীন কংগ্ৰেস সরকার পূর্বতন সরকারের শুরু করা উন্নয়ন প্ৰকল্পের কাজ আটকে রেখেছে। এসএডি-বিজেপি সরকারের শুরু করা অনেকগুলি প্ৰকল্প কংগ্ৰেস সরকার বন্ধ রেখেছে-উল্লেখ করেন শাহ। বিজেপি সভাপতি আরও বলেন,‘পঞ্জাবের মুখ্যমন্ত্ৰী এখন বেশিরভাগ সময়ই চণ্ডীগড়ে কাটাচ্ছেন এবং অফিসগুলিতে ঘুরে বেড়াচ্ছেন। এর কারণ নির্বাচন সামনেই’। নির্বাচনের আগে কংগ্ৰেস যে প্ৰতিশ্ৰুতি দিয়েছিল সেই সব তারা পালন করেনি রাজ্যে। রাজ্যের কৃষকদের স্বার্থে বড় বড় কথা বলা হয়েছে কিন্তু কৃষকরা কোনওভাবেই উপকৃত হয়নি।

পঞ্জাবের মন্ত্ৰী নবজোৎ সিং সিধু সম্পর্কে শাহ বলেন,‘পাক সেনা প্ৰধানকে আলিঙ্গন করে তিনি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। অথচ পাক সেনা প্ৰধান প্ৰতিদিনই আমাদের সেনা নিধনে ব্ৰতী রয়েছেন’। পঞ্জাবে শিরোমনি অকালি দলের(এসএডি)সঙ্গে বিজেপির আসন রফা হয়েছে। পঞ্জাবের ১৩টি লোকসভা আসনের তিনটিতে বিজেপি প্ৰতিদ্বন্দ্বিতা করবে এবং বাকি ১০টি ছেড়ে দেওয়া হয়েছে শিরোমণি অকালি দলকে-বলেন শাহ।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com