রাজ্যের পাঁচ কেন্দ্ৰে আজ বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৪৬ শতাংশ

রাজ্যের পাঁচ কেন্দ্ৰে আজ বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৪৬ শতাংশ

গুয়াহাটিঃ অসমে আজ পাঁচটি লোকসভা কেন্দ্ৰে প্ৰথম দফার নির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ে ৫৯.৪৬ শতাংশ। সকাল ৭ থেকে ভোট গ্ৰহণ শুরু হয়। ভোট গ্ৰহণ করা হয় ৯,৫৭৪টি ভোট কেন্দ্ৰে। তেজপুর,কলিয়াবর,যোরহাট,লখিমপুর ও ডিব্ৰুড় লোকসভা কেন্দ্ৰে মোট ভোটার হলেন ৭৬,০৩,৪৫৮ জন।

বিকেল তিনটে পর্যন্ত তেজপুর লোকসভা কেন্দ্ৰে ভোট পড়ে ৬৩.০১ শতাংশ। এই একই সময়ের মধ্যে কলিয়াবর কেন্দ্ৰে ৬০ শতাংশ ভোট পড়ে। যোরহাটে একই সময়ের মধ্যে ভোটাধিকার প্ৰয়োগ করেন ৬২ শতাংশ। ডিব্ৰুগড়ে বিকেল তিনটে পর্যন্ত ৫৯.২৯ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে। ওদিকে লখিমপুর কেন্দ্ৰে ৫৩ শতাংশ ভোট পড়েছে এই সময়ের মধ্যে।

প্ৰথম দফার নির্বাচনে আজ মোট ৪১ জন প্ৰার্থীর ভাগ্য পরীক্ষা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন মোট ১৮০ কোম্পানি নিরাপত্তা রক্ষী রাজ্যে মোতায়েন করেছে। আজ প্ৰথম দফা নির্বাচনের জন্য ৯৫৭৪টি ভোট কেন্দ্ৰে ৪০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com