রাজ্যে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১২ ফেব্ৰুয়ারি

রাজ্যে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১২ ফেব্ৰুয়ারি

গুয়াহাটিঃ আগামিকাল থেকে রাজ্যে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের(এএইচএসইসি)রাজ্যের ৭৭২টি কেন্দ্ৰে পরীক্ষা গ্ৰহণ করবে। পরীক্ষা কেন্দ্ৰে যে কোনও ধরনের অপ্ৰীতিকর ঘটনা প্ৰতিরোধে যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে সংসদ।

এক সাংবাদিক সম্মেলনে এএইচএসইসি-র চেয়ারম্যান ড.দয়ানন্দ বরগোঁহাই বলেন,এবার পরীক্ষায় বসছে মোট ২,৪২,৮৪৩ জন ছাত্ৰছাত্ৰী। এদের মধ্যে ১,১১,৫৯৮ জন ছাত্ৰছাত্ৰী দারিদ্ৰ্য সীমারেখার নিচে(বিপিএল)এবং ১,৩১,২৪৫ জন দারিদ্ৰ্য সীমার ওপরে(এপিএল)। চেয়ারম্যান আরও জানান,ইভালুয়েশন জোন থাকছে ৪৭টি। অতিরিক্ত ২০টি ভ্যানু থাকছে ১৫-২০ কিলোমিটার দূর থেকে আসা ছাত্ৰ ছাত্ৰীদের জন্য।

তিনি আরও জানান কলা বিভাগে পরীক্ষা দিচ্ছে ১,৮৬,১৮৭ জন। বিজ্ঞান শাখায় পরীক্ষায় বসছে ৩৭,৪৫৫ জন এবং বাণিজ্যে ১৮,২৯১ জন। ভকেশনাল শাখায় পরীক্ষা দিচ্ছে ৯১০ জন।

কলা শাখায় পুরুষ ৮৬,৬৭০ এবং মহিলা ৯৯,৫১৭ জন। বিজ্ঞান বিভাগে ২৬,০১৫ জন পুরুষ এবং মহিলা ১১,৪৪০ জন পরীক্ষা দিচ্ছেন। বাণিজ্য শাখায় পুরুষ পরীক্ষার্থী ১৩,৮৮৩ ও মহিলা ৪,৪০৮ জন।

ড.বরগোঁহাই আরও বলেন,পরীক্ষার সময় যেকোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতির মোকাবিলায় প্ৰয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। প্ৰত্যেক পরীক্ষা হলে দুটো করে সিসি টিভি ক্যামেরা বসানো হবে। তাছাড়া পরীক্ষা কেন্দ্ৰের সামনে ও পিছন দিকে সিসি ক্যামেরা থাকবে। পরীক্ষা কেন্দ্ৰ থেকে ৫০ মিটার দূরে বলবৎ থাকবে ১৪৪ ধারা। মোবাইল,ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে ছাত্ৰদের পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। সংসদ ২৫টি কেন্দ্ৰকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে-জানান বরগোঁহাই।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com