রাজ্যে তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ,ভোট পড়েছে ৮০.৭৪ শতাংশ

রাজ্যে তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ,ভোট পড়েছে ৮০.৭৪ শতাংশ

গুয়াহাটিঃ রাজ্যে মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শেষ দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্ৰ গুয়াহাটি,বরপেটা,ধুবড়ি ও কোকরাঝাড়(সংরক্ষিত)আসনে ভোট পড়ে ৮০.৭৪ শতাংশ। নির্ধারিত ৫টায় ভোটগ্ৰহণের সময় শেষ হলেও বিভিন্ন কেন্দ্ৰে রাত ৭টা অবধি ভোটগ্ৰহণ করা হয়। চারটি আসনের জন্য ৯,৫৭৭টি ভোট কেন্দ্ৰে ব্যাপক হারে ভোট পড়ে। এদিন এভিএম এং ভিভিপিএটি মেশিনে আটকা পড়ে মোট ৫৪ জন প্ৰার্থীর ভাগ্য। এখন সবার নজর ২৩ মে-র দিকে। কারণ ওই দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

মুখ্য নির্বাচন অফিসার এমসি সাহু দ্য সেন্টিনেলকে বলেন,‘ভোট চলাকালে কোনও স্থান থেকে কোনও ধরনের অপ্ৰীতিকর ঘটনার খবর আমরা পাইনি’।

রাজ্য নির্বাচন বিভাগের মতে,গুয়াহাটিতে মোট ২১,৭৮,৬১৭ জন ভোটারের ৮০.২০ শতাংশ নিজেদের ভোটাধিকার প্ৰয়োগ করেছেন। কোকরাঝাড়ে ১৭,৬৫,৪২৩ জন ভোটারের ৭৭.৩৮ শতাংশ ভোট দিয়েছেন। বরপেটায় ১৬,৭৬,৮৫৪ জন ভোটার ৭৮.১১ শতাংশ এবং ধুবড়ির ১৮,৫৬,১৬৮ জন ভোটারের ৮৬.৯৪ শতাংশ নিজেদের ভোটাধিকার প্ৰয়োগ করেছেন।

তবে বেশকটি ভোটগ্ৰহণ কেন্দ্ৰে ইভিএম মেশিন পাল্টানোর রিপোর্ট পাওয়া গিয়েছে। কয়েকটি ভোট কেন্দ্ৰে মেশিনে অসঙ্গতি ধরা পড়েছে। যে সব কেন্দ্ৰে ইভিএম বিচ্যুতি দেখা গেছে সেগুলি হলো বরপেটার হরিপুর এলপি স্কুল,বরপেটার সুন্দরীদিয়া হাইস্কুল,বাঘবরে পুব ডুয়োনদি এলপি স্কুল,হাজোর কুলহাটি গার্লস হাইস্কুল,দুধনৈ সার্লস হাইস্কুল,বরক্ষেত্ৰির ১০৫নং পোলিং স্টেশন এবং বঙাইগাঁও রেলওয়ে এইচএস স্কুল।

এদিকে গোয়ালপাড়া জেলার টিপলাইয়ে শীতলমারি বনগাঁও ভোট কেন্দ্ৰে নিজের ভোটাধিকার প্ৰয়োগ করার পর কুনান নাথ নামের একজন বয়স্ক মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রংজুলি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে,গৌরীপুর বাণী বিদ্যামন্দির ভোট কেন্দ্ৰে গৌর প্ৰসাদ বর্মনের জায়গায় একজন নতুন প্ৰিসাইডিং অফিসারকে দায়িত্ব সমঝে দেওয়া হয়। প্ৰসাদ একজন ভোটারের আইডেনটিটি প্ৰুফ পরীক্ষা না করে শুধু ভোটার স্লিপের ওপর ভিত্তি করে ভোটদানের অনুমতি দেওয়ার অভি্যোগে রিটার্নিং অফিসার প্ৰসাদের বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করেন।

রাজ্যের বাকি ১০টি কেন্দ্ৰে ১১ ও ১৮ এপ্ৰিল দুদফায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ড.মনমোহন সিং এবং তাঁর স্ত্ৰী গুরুশরন কৌর দিশপুর সরকারি এইচএস স্কুলে নিজেদের ভোটাধিকার প্ৰয়োগ করেন। আমিনগাঁওয়ে নিজের ভোটাধিকার প্ৰয়োগ করে অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন,‘ভোট দেওয়া প্ৰত্যেকের কর্তব্য। মানুষ নিজের পছন্দের প্ৰার্থীকে ভোট দিয়েছেন। গণতন্ত্ৰের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ’।

গুয়াহাটি কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী কুইন ওজা বলেন,ব্যাপক সংখ্যক মানুষ ভোটদানে এগিয়ে এসেছেন। এটা ইতিবাচক লক্ষণ। গুয়াহাটির কংগ্ৰেস প্ৰার্থী ববিতা শর্মা বলেন,সমাজের হয়ে কাজ করার জন্য আমি জনগণের কাছে একটা সু্যোগ চেয়েছি। উন্নয়নের জন্য অধিকাংশ মানুষ আমাকে সমর্থন করবেন বলে আমার বিশ্বাস’।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com