রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা

রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা

গুয়াহাটিঃ অসমে আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন মোট ২,৪২,৮৪৩ জন ছাত্ৰছাত্ৰী। পরীক্ষার্থীদের মধ্যে ১,১১,৫৯৮ জন দারিদ্ৰ্য সীমার নিচে(বিপিএল)এবং ১,৩১,২৪৫ জন রয়েছেন দারিদ্ৰ্য সীমার ঊর্ধ্বে(বিপিএল)। কলা,বিজ্ঞান,বাণিজ্য ও ভোকেশনাল শাখায় একই সঙ্গে হচ্ছে পরীক্ষা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ কাছাড় করিমগঞ্জ,হাইলাকান্দি,ধুবড়ি,বরপেটা,মরিগাঁও,নগাঁও ও ধেমাজি এই আট জেলার ২৫টি কেন্দ্ৰকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। পরীক্ষা চলাকালে সব স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্ৰে মোবাইল সহ কোনওধরনের ইলেকট্ৰনিক যন্ত্ৰ ছাত্ৰছাত্ৰী ও পরীক্ষকরা ব্যবহার করতে পারবেন না।

তবে এসব প্ৰতিরোধে ওই সব পরীক্ষা কেন্দ্ৰে ‘জ্যামার’ ব্যবহার করা হচ্ছে। মোবাইলের মাধ্যমে ছাত্ৰরা যাতে কোনও ধরনের নকল আদান প্ৰদান করতে না পারে তার জন্যই গ্ৰহণ করা হয়েছে এধরনের ব্যবস্থা। টোকাটুকি রুখতেও প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করেছেন শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। যেকোনও ধরনের অপ্ৰীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্ৰগুলি থেকে ৫০ মিটার দূরে বলবৎ করা হয়েছে ১৪৪ ধারা।

পরীক্ষা হচ্ছে ৭৭২ টি কেন্দ্ৰে এবং মোট ভ্যানুর সংখ্যা হচ্ছে ২০। কলা বিভাগে ১,৮৬,১৮৭ জন,বিজ্ঞাব শাখায় ৩৭,৪৫৫ জন বাণিজ্য বিভাগে ১৮,২৯১ এবং ভোকেশনাল শাখায় ৯১০ জন পরীক্ষা দিচ্ছেন। কলা বিভাগে ৮৬,৬৭০ জন পুরুষ এবং ৯১,৫১৭ জন মহিলা। বিজ্ঞানে ২৬,০১৫জন পুরুষ এবং ১১,৪৪০ জন মহিলা পরীক্ষায় বসেছেন। অনুরূপভাবে বাণিজ্য শাখায় পুরুষ পরীক্ষার্থী ১৩,৮৮৩ জন এবং মহিলা ৪,৪০৮ জন। ভোকেশনাল শাখায় পুরুষ পরীক্ষার্থী ৬৩৭ এবং মহিলা ২৭৩ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ ৯২৪ জন সুপারভাইজিং অফিসার ও ৩৩ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com